দাসপুর: টিভি৯ বাংলার খবরের জের। বাঁশের সাঁকো ভেঙে দুরাবস্থার খবর তুলে ধরতেই টনক নড়ে প্রশাসনের। এর পরই পাঁচগেছিয়ায় কাঠের সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেখানে পরিদর্শনও করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায়। এর পরই কাঠের সেতু তৈরির কথা ঘোষণা করেছেন তিনি।
দাসপুর ২ নম্বর ব্লকের পাঁচগেছিয়া গ্রামে গত ১১ ডিসেম্বর বাঁশের সাঁকো ভেঙে দুর্ঘটনার খবর টিভি৯ বাংলা প্রথম প্রকাশ করে। সেদিন আমরাই প্রথম রাজ্যবাসীর কাছে তুলে ধরি পাঁচগেছিয়া গ্রামের ৩০-৩৫টি গ্রামের মানুষের সমস্যার কথা। এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন। তৎপরতার সঙ্গে ব্রিজ পরিদর্শন করে দাসপুর ২ ব্লক প্রশাসন। কিন্তু তখনও নীরব দর্শকের ভূমিকায় ছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রশাসন। বাসের সাঁকো মেরামত করার বিষয়ে না ভেবেই উল্টে পোস্টারিং করে সাঁকোটিকে বন্ধ করে দেয় গ্রাম পঞ্চায়েত প্রশাসন।
কিন্তু বর্তমান কৃষি কাজের সময়ে কৃষকদের চাষের ফসল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মাত্র ১০০ ফুটের একটি বাসের শাঁকোর বদলে এক কিলোমিটার ঘুরপথ যেটা রীতিমত কষ্টকর। কিন্তু স্থানীয় পঞ্চায়েত প্রশাসন সেই বিষয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করেই এলাকার মানুষের কথা না ভেবেই রীতিমত পোস্টারিং করে বন্ধ করে দেয় সেই বাঁশের সাঁকোটিকে।
অবশেষে রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায়। তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হন। এলাকার বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের সমস্যার কথা শোনেন। ব্রিজের সামনে দাঁড়িয়েই তিনি আশ্বাস দেন, ১০ থেকে ১৫ দিনের মধ্যেই কাঠের ব্রিজ তৈরির কাজ শুরু করবেন। পরবর্তীতে একটি পাকা সেতুর ব্যবস্থা করবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন।
গতকাল সৌমিত্র সিংহ রায়ের আশ্বাসে বেশ কিছুটা স্বস্তি পেয়েছে এলাকার মানুষজন। তাঁরা রীতিমতো খুশি। তাঁদের দীর্ঘদিনের সমস্যার এবার সমাধান হতে চলেছে।