আসানসোল: বিভিন্ন দুর্নীতি মামলায় রাজ্যের শাসক দল তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীকে ইতিমধ্যেই তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। কয়লা ও গরু পাচারের তদন্তও চলছে। এর মধ্যেই ইডি তলব করল তৃণমূলের হেভিওয়েট নেতা মলয় ঘটককে। রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে কয়লা পাচার মামলায় তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২৯ মার্চ তলব করা হয়েছে তাঁকে। দিল্লিতে তাঁকে ডেকে পাঠিয়েছে ইডি। তবে আগামী ২৯ মার্চ মলয় হাজিরা দেবেন কি না তা এখনও স্পষ্ট নয়। এই তলব নিয়ে মুখ খুলতে রাজি হলেন না মলয়। কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি তিনি। শনিবার আসানসোলে রবীন্দ্রভবনে এক সরকারি অনুষ্ঠানে এসেছিলেন মন্ত্রী মলয় ঘটক। তখনই তাঁকে ইডির তলব নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। সেই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “নো কমেন্টস।”
শনিবার আসানসোলে রবীন্দ্র ভবনের অনুষ্ঠানে ময়ল ঘটককে প্রশ্ন করা হয় ইডি আপনাকে ডাকছে। আপনি কি যাবেন? মন্ত্রী মলয় ঘটক বলেন, “নো কমেন্টস।” এরপর প্রশ্ন করা হয় ইডির তলব কি প্রতিহিংসার রাজনীতি? গাড়িতে চাপতে চাপতে খুবই ক্ষীণ গলায় তিনি বলেন, “সব মানুষ দেখবে।” এর আগে মন্ত্রী মলয় ঘটক কলকাতায় নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন,তাঁর সঙ্গে কথা না বলে ইডি-র তলব নিয়ে ভুল খবর যেন চালানো না হয়। কিন্তু এদিন ইডি তলব নিয়ে যখন জিজ্ঞাসা করা হল তখন তিনি কোনও কথা বলতে রাজি হলেন না।
গত ২৩ শে মার্চ মলয় ঘটকের আপ্তসহায়ক শংকর চক্রবর্তীকে ইডি তলব করেছিল। শংকর চক্রবর্তী সেই তলব এড়িয়ে যান। কয়লা পাচার কাণ্ডে আগামী ২৯ শে মার্চ মলয় ঘটককে ইডি তলব করেছে দিল্লিতে। সেদিন তিনি যাবেন কিনা তা কিন্তু স্পষ্ট করলেন না। অনুব্রতের অনুপস্থিতিতে বীরভূমের বাড়তি দায়িত্ব প্রসঙ্গে মন্ত্রী মলয় ঘটক বলেছেন, “দল দায়িত্ব দিলে পালন করবো।”