Medinipur: বিয়ে বাড়ির বাইরে টোটো, তাতেও জড়িয়ে গেল তৃণমূল-বিজেপি

Debabrata Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 01, 2024 | 3:58 PM

Medinipur: কেশিয়াড়ির কলাবনি গ্রামে একজনের বিয়ে ছিল। সেই বিয়ে বাড়িতে একটু টোটো রাখাকে কেন্দ্র করেই গোলমালের সূত্রপাত।  যা থেকে রাজনৈতিক সংঘর্ষের আকার নেয় ।

Medinipur: বিয়ে বাড়ির বাইরে টোটো, তাতেও জড়িয়ে গেল তৃণমূল-বিজেপি
মেদিনীপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষ
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর:  বিয়ে বাড়িতে রাস্তার ধারে টোটো রাখাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির রাজনৈতিক সংঘর্ষের আকার নিল কেশিয়াড়ির কলাবনি এলাকায় । আহত চার জন। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি বিধানসভার কলাবনি এলাকায় তৃণমূল বিজেপির সংঘর্ষে আহত বিজেপির চার কর্মী। বিজেপির এসটি সেলের জেলা সভাপতি সনাতন মান্ডি-সহ আহত চারজনের মধ্যে দুজনকে ভর্তি করা হয়েছে বালেশ্বর হাসপাতালে।

উল্লেখ্য, কেশিয়াড়ির কলাবনি গ্রামে একজনের বিয়ে ছিল। সেই বিয়ে বাড়িতে একটু টোটো রাখাকে কেন্দ্র করেই গোলমালের সূত্রপাত।  যা থেকে রাজনৈতিক সংঘর্ষের আকার নেয় । আহত বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূলের লোকজন বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদেরকে মারধর করেছে। সেই সমস্ত আহত বিজেপি কর্মীদের বাড়িতে যান মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্রিমিত্রা পাল। আহত কর্মীদের সঙ্গে কথা বলেন, পরিবারের লোকজনদের সঙ্গে দেখাও করেন তিনি।

অগ্নিমিত্রা অভিযোগ করেন, “তৃণমূল ভয় পেয়েছে, তাই এ ধরনের ঘটনা ঘটিয়ে ভোটে জয়লাভের চেষ্টা করছে । গ্রামের মানুষকে ভয় দেখাচ্ছে মারধর করে । তাই শেষ দেখে ছাড়ব।”

আহত বিজেপি কর্মীদের পরিবারের লোকজনদের অভিযোগ, তৃণমূলের লোকজন রাl একটা নাগাদ বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদেরকে মারধর করে। পুরুষ কর্মীদেরকে বাঁচাতে গিয়ে আহত হন বাড়ির মহিলারাও । পুরো বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে জানিয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল । যদিও এই ঘটনা নিয়ে তৃণমূলে তরফে কোন প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Next Article