Minor Girl Death: ফাঁসের দৃশ্য নকল করতে গিয়ে ফাঁস লেগেই মৃত্যু ক্লাস ফোরের ছাত্রীর

Debabrata Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 30, 2024 | 10:07 AM

Sabang: মৃতের নাম প্রেয়সী মাইতি (১০)। চতুর্থ শ্রেণিতে পড়ত সে। পরিবার সূত্রে খবর, বিকেলে ওই নাবালিকা বাড়ির পাশে খেলা করছিল। সেই সময় খেলার ছলে ফাঁসের একটি দৃশ্য নকল করতে যায় সে। অনুমান তখনই গলায় ফাঁস লেগে যায় তার।

Minor Girl Death: ফাঁসের দৃশ্য নকল করতে গিয়ে ফাঁস লেগেই মৃত্যু ক্লাস ফোরের ছাত্রীর
মৃত্যু নাবালিকার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সবং: অত্যন্ত মর্মান্তিক ঘটনা। খেলার ছলে ফাঁসের দৃশ্য নকল করতে গিয়ে চরম পরিণতি। গলায় ফাঁস লেগে মৃত্যু হল এক নাবালিকার। মেয়েকে এইভাবে হারিয়ে কার্যত স্তম্ভিত পরিবার। কান্নায় ভেঙে পড়েছেন মৃতের মা বাবা। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের ১ নম্বর দেভোগ অঞ্চলের বাটিটাকি এলাকার ঘটনা।

মৃতের নাম প্রেয়সী মাইতি (১০)। চতুর্থ শ্রেণিতে পড়ত সে। পরিবার সূত্রে খবর, বিকেলে ওই নাবালিকা বাড়ির পাশে খেলা করছিল। সেই সময় খেলার ছলে ফাঁসের একটি দৃশ্য নকল করতে যায় সে। অনুমান তখনই গলায় ফাঁস লেগে যায় তার।

এ দিকে, অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও মেয়ের সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় তাঁর মায়ের। তিনি বাইরে বেরিয়ে দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় রয়েছে প্রেয়সী। শুরু হয় চিৎকার। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় নাবালিকাকে তড়িঘড়ি সবং গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ দেহ উদ্ধার করে মৃতদেহ ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

 

Next Article