AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cough Syrup: তিনজনের হাতে ব্যাগটা দেখেই সন্দেহ হয় পুলিশের, খুলতেই যা বেরল…

Ghatal: অভিযানে ছিলেন ঘাটাল মহকুমার এসডিপিও দুর্লভ সরকার। উপস্থিত ছিলেন দাসপুর থানার ওসি অঞ্জনি তিওয়ারি, দাসপুর-২-এর বিডিও প্রবীর কুমার শিট। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। ধৃতদের নাম জয়মাল্য পাল, সৈকত মাইতি ও প্রসেনজিৎ জানা। ধৃ

Cough Syrup: তিনজনের হাতে ব্যাগটা দেখেই সন্দেহ হয় পুলিশের, খুলতেই যা বেরল...
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 25, 2025 | 7:07 AM
Share

হুগলি: নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধৃত তিন। কাফ সিরাপ সহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাঁইপাট এলাকার ঘটনা। হাওড়া ও হুগলির সীমান্তবর্তী এলাকায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করা হচ্ছিল বলে খবর যায় পুলিশের কাছে। এমন একটি চক্র চলছে বলে খবর পেয়ে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালায়। সেই অভিযানেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। ধৃতদের কাছ থেকে বেআইনি কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রের দাবি, চাইপাট ও সংলগ্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এই পাচারচক্র। খবর পেয়েই ওই অঞ্চলে পুলিশ চেকিং বাড়িয়েছিল, নজরদারির পরিধিও বেশ কিছুটা বাড়ানো হয়েছিল। অভিযানের সময় তিন সন্দেহভাজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে।

পুলিশের অনুমান, তাদের পিছনে একটি সুসংগঠিত মাফিয়া চক্র কাজ করছে, যারা সীমান্তবর্তী অঞ্চলগুলি থেকে মাদক দ্রব্য এনে জেলার বিভিন্ন প্রান্তে তা ছড়িয়ে দিচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই বৃহত্তর চক্রের মূলহোতাদের চিহ্নিত করার লক্ষ্যে তদন্ত দ্রুততর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এই অভিযানে ছিলেন ঘাটাল মহকুমার এসডিপিও দুর্লভ সরকার। উপস্থিত ছিলেন দাসপুর থানার ওসি অঞ্জনি তিওয়ারি, দাসপুর-২-এর বিডিও প্রবীর কুমার শিট। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। ধৃতদের নাম জয়মাল্য পাল, সৈকত মাইতি ও প্রসেনজিৎ জানা। ধৃতরা যথাক্রমে দাসপুরের সামাটবেড়িয়া, কলোড়া ও যদুপুরের বাসিন্দা।

বর্তমানে কাফ সিরাপ পাচার আটকাতে পুলিশ নজরদারি বাড়ানোয় নানা উপায় অবলম্বন করে থাকে পাচারকারীরা। চলতি বছরেই বালুরঘাট থেকে শিয়ালদহগামী একটি ট্রেন থেকে উদ্ধার হয় কয়েকশ বোতল কাফ সিরাপ। মনে করা হচ্ছে, সড়কপথের নজরদারি এড়ানোর জন্য এভাবে ট্রেনে করে বোতলগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। এমনকী কিছুদিন আগে একটি চিকিৎসকের লোগো লাগানো গাড়ি থেকেও কাফ সিরাপ উদ্ধার করা হয়।