Suvendu Adhikari: ২৩ মে, সকাল ৯টা, এক্স হ্যান্ডেল! কী ‘ফাঁস’ করবেন শুভেন্দু?

Suvendu Adhikari: ঘাটালের তৃণমূল প্রার্থীকে একহাত নিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বড় কোনও বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনার ইঙ্গিত দিলেন তিনি। একেবারে দিনক্ষণ ঘোষণা করে দিলেন। ২৩ মে, সকাল ৯টায়। নিজের এক্স হ্যান্ডেলে সেই তথ্য প্রকাশ্যে আনবেন বলে ঘোষণা করলেন শুভেন্দু।

Suvendu Adhikari: ২৩ মে, সকাল ৯টা, এক্স হ্যান্ডেল! কী ফাঁস করবেন শুভেন্দু?
দেব ও শুভেন্দু Image Credit source: Facebook

| Edited By: Soumya Saha

May 18, 2024 | 9:13 PM

খড়্গপুর: ভাইরাল অডিয়ো বিতর্কে নাম জড়িয়েছে ঘাটালের বিদায়ী সাংসদ তথা তৃণমূলের তারকা প্রার্থী দেবের। যদিও সেই অডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। এবার লোকসভা ভোটের আগে ফের একবার ঘাটালের তৃণমূল প্রার্থীকে একহাত নিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বড় কোনও বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনার ইঙ্গিত দিলেন তিনি। একেবারে দিনক্ষণ ঘোষণা করে দিলেন। ২৩ মে, সকাল ৯টায়। নিজের এক্স হ্যান্ডেলে সেই তথ্য প্রকাশ্যে আনবেন বলে ঘোষণা করলেন শুভেন্দু।

শনিবার বিকেলে ঝাড়গ্রামে এক নির্বাচনী প্রচার সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, “২৩ তারিখ সকালবেলা ঘাটালের প্রার্থীর সম্পর্কে আমি এমন জিনিস ছাড়ব, আর ওদিন ঘর থেকে বেরোবেন না। ২৩ তারিখ সকাল বেলা। ফলো করবেন। ৯টার সময়, এক্স হ্যান্ডেলে।” যদিও কী এমন বিস্ফোরক তথ্য তিনি প্রকাশ্যে আনবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি বিরোধী দলনেতা। তবে হুঁশিয়ারির সুরে বলে রেখেছেন, “ঘাটালের হিরোকে জিরো করব হিরণকে দিয়ে।”

উল্লেখ্য, আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে ঘাটালে। এবারের লোকসভা নির্বাচনে বাংলা থেকে অন্যতম চর্চিত লোকসভা আসন হল ঘাটাল। দুই তারকা প্রার্থীর লড়াই। একদিকে ঘাটালের দু’বারের সাংসদ দেব, যাঁকে এবারও প্রার্থী করেছে তৃণমূল। তাঁর বিপরীতে বিজেপি প্রার্থী করেছে খড়্গপুরের বিধায়ক তথা পদ্ম শিবিরের তারকা নেতা হিরণ চট্টোপাধ্যায়কে। লোকসভা ভোটের প্রচার পর্বে দুই তারকা নেতার ঠোকাঠুকির একাধিক ঘটনা ঘটেছে। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এসবের মধ্যেই এবার ঘাটালের তৃণমূল প্রার্থীকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন শুভেন্দুও। যদিও শুভেন্দুর এই হুঁশিয়ারি নিয়ে এখনও পর্যন্ত ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।