Ram Mandir in Medinipur: মকর সংক্রান্তির দিনই বাংলায় খুলছে রাম মন্দির, শাসক দলকে কটাক্ষ বিজেপির

Debabrata Sarkar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 15, 2024 | 1:10 PM

Ram Mandir in Medinipur: তৈরি হচ্ছে রাম, সীতা, হনুমানের মন্দির। পুরসভার পক্ষ থেকে ওই মন্দির স্থাপন করা হচ্ছে। সোমবার দুপুরে উদ্বোধনের পর সন্ধ্যায় আয়োজন করা হচ্ছে সন্ধ্যারতির। যার জন্য বারাণসী থেকে মেদিনীপুরে আসছেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ব্রাহ্মণেরা।

Ram Mandir in Medinipur: মকর সংক্রান্তির দিনই বাংলায় খুলছে রাম মন্দির, শাসক দলকে কটাক্ষ বিজেপির
মেদিনীপুরের রাম মন্দির
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় খুলে যাচ্ছে রাম মন্দির। উদ্বোধনের প্রস্তুতি চলছে গোটা দেশ জুড়ে। তার আগে মকর সংক্রান্তির দিন পশ্চিমবঙ্গে খুলে যাচ্ছে আরও এক রাম মন্দির। সোমবার সেই রামের মন্দিরের উদ্বোধন করবেন তৃণমূল বিধায়ক জুন মালিয়া। মেদিনীপুর শহরে তৈরি হচ্ছে সেই মন্দির। রাম, সীতা ও হনুমানের মূর্তি স্থাপন করা হবে সেই মন্দিরে। এই মন্দির নির্মাণ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি সাংসদ দিলীপ ঘোষের দাবি, রাজনৈতিক স্বার্থে এই মন্দির তৈরি করছে তৃণমূল। যদিও সে কথা মানতে রাজি নয় শাসক শিবির।

সোমবার কুয়াশা ঢাকা সকালে কংসাবতী নদীর গান্ধী ঘাটে মকরের পুণ্য স্নান করতে হাজির হয় শহরবাসী। কড়া নিরাপত্তা রয়েছে গোটা চত্বরে। আর এই নদীঘাটেই এদিন মকর সংক্রান্তির দিনে রাম-সীতার মন্দিরের উদ্বোধন হবে ঘটা করে। মন্দির তৈরি হয়েছ আগেই। সোমবার সকাল থেকেই সেখানে চোখে পড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি।

জানা গিয়েছে, ওই জায়গায় একটি হনুমান মন্দির ছিল। পুরপ্রধান সৌমেন খাঁ জানিয়েছেন, পুরসভার জল প্রকল্পের কারণে সেই মন্দির সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যদিকে। সেখানেই তৈরি হচ্ছে রাম, সীতা, হনুমানের মন্দির। পুরসভার পক্ষ থেকে ওই মন্দির স্থাপন করা হচ্ছে। সোমবার দুপুরে উদ্বোধনের পর সন্ধ্যায় আয়োজন করা হচ্ছে সন্ধ্যারতির। যার জন্য বারাণসী থেকে মেদিনীপুরে আসছেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ব্রাহ্মণেরা। সব মিলিয়ে মকর সংক্রান্তির দিন সকাল থেকেই মেদিনীপুর শহরের কংসাবতী নদীর গান্ধীঘাট জমজমাট।

Next Article