মেদিনীপুর: পৌষ সংক্রান্তিতে রাম মন্দিরের দরজা খুলল মেদিনীপুর শহরে। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক জুন মালিয়া। মেদিনীপুর পুরসভার উদ্যোগে রাম সীতা হনুমান মন্দির নতুন রূপে তৈরি করা হয়েছে। এই মন্দিরের সামনে গঙ্গা আরতিরও ব্যবস্থা থাকছে সন্ধ্যায়। সোমবার সন্ধ্যা ৬টায় বেনারস থেকে আসা পুরোহিতরা গঙ্গা আরতির উদ্বোধন করবেন। যদিও এই আয়োজন নিয়ে ইতিমধ্যেই বিজেপি প্রশ্ন তুলেছে। ভোটের রাজনীতি বলে খোঁচা তাদের।
এদিন সকাল থেকেই শুরু হয়েছে পূজা অর্চনা। হোম যজ্ঞ চলবে বিকাল পর্যন্ত। একটি আসনে রাম, সীতা ও লক্ষ্মণের মূর্তি। পাশের আসনে বজরংবলী মূর্তি। মেদিনীপুর শহরের গান্ধিঘাটে কাঁসাই নদীর ধারে রাম সীতা মন্দির সংস্কার করে মেদিনীপুর পুরসভা। সেই মন্দিরই এদিন নতুন করে উদ্বোধন করা হল।
এ প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “খুবই ভাল কথা। স্বাগত জানাচ্ছি। কিন্তু ওনাদেরই নেতানেত্রীরা অযোধ্যার রাম মন্দিরে আমন্ত্রণ পাওয়ার পরও যেতে চাইছেন না। এখানে রাম মন্দির করছেন, ওখানে যাচ্ছেন না, এই বিরোধী অবস্থান কেন?” যদিও দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে বিধায়ক জুন মালিয়া বলেন, “রাম তো একা দিলীপদার নয়। আর সকলেই জানেন এই মন্দির এখানে আগেই ছিল। হয়ত দিলীপদা অবগত নন।”