AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: স্ত্রী BLO, এনুমারেশন ফর্ম বিলি করছেন তৃণমূল নেতা, শোরগোল দাসপুরে

TMC leader distributes enumeration form: তৃণমূল নেতার ফর্ম বিলির একটি ভিডিয়ো-সহ BLO-র বিরুদ্ধে অভিযোগ তুলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। BLO-র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছে। বিজেপির অভিযোগ, ওই BLO-র স্বামী অসীম হাজরা একজন তৃণমূল নেতা। BLO-র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি অমূল্য মাইতি লিখিত অভিযোগ দায়ের করেন।

SIR: স্ত্রী BLO, এনুমারেশন ফর্ম বিলি করছেন তৃণমূল নেতা, শোরগোল দাসপুরে
এনুমারেশন ফর্ম বিলি করছেন তৃণমূল নেতাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 05, 2025 | 7:49 PM
Share

দাসপুর: বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করবেন বুথ লেভেল অফিসাররা(BLO)। এমনই নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। কিন্তু, সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ফর্ম বিলি করছেন তৃণমূল নেতা। ওই শাসক নেতার স্ত্রী বিএলও। স্ত্রীর পরিবর্তে স্বামী ফর্ম বিলি করছেন। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। এই নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি।

দাসপুর ২ নম্বর ব্লকের ১৬৯ নম্বর কেলেগোদা গ্রামের পূর্ব বুথের BLO ঋতুপর্ণা মানিক হাজরা। অভিযোগ, তাঁর স্বামী তৃণমূল নেতা অসীম হাজরা এনুমারেশন ফর্ম বিলি করছেন। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। দাসপুর ২ নম্বর ব্লকের বিডিও প্রবীর কুমার সিট ও ইআরও অতনু দাসের সঙ্গে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে বেশি কিছু বলতে চাননি। তবে তাঁরা জানিয়েছেন, অভিযোগ পেয়ে বিএলও-কে শোকজ করা হয়েছে।

এদিকে, তৃণমূল নেতার ফর্ম বিলির একটি ভিডিয়ো-সহ BLO-র বিরুদ্ধে অভিযোগ তুলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। BLO-র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছে। বিজেপির অভিযোগ, ওই BLO-র স্বামী অসীম হাজরা একজন তৃণমূল নেতা। BLO-র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি অমূল্য মাইতি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর বক্তব্য, একটি ভিডিয়ো ফুটেজ সহ CEO-তে অভিযোগ দায়ের করা হয়েছে। যেখানে ওই BLO-র স্বামীকে ফর্ম হাতে এলাকায় দেখা গিয়েছে। তিনি বলেন, “দাসপুরের ওই BLO নিজে ফর্ম বিলি না করে তাঁর স্বামী তৃণমূল নেতা অসীম হাজরাকে দিয়ে বাড়ি বাড়ি ফর্ম বিলি করাচ্ছেন। এমন অভিযোগ আমি পাই এবং একটি লাইভ ভিডিয়ো পাই। সেইসমস্ত দিয়ে রাজ্যের সিইও-কে আমি লিখিত অভিযোগ দায়ের করেছি। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির নির্বাচন সংক্রান্ত দায়িত্বে থাকা শিশির বাজোরিয়াকেও জানিয়েছি।” তিনি জানান, ওই BLO-র বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, সেই দাবি জানিয়েছেন।

যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই BLO ঋতুপর্ণা মানিক হাজরাকে ঘটনা সম্পর্কে জানার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তৃণমূল নেতা অজিত মাইতি বলেন, “বিজেপি অভিযোগ পার্টি। অভিযোগ করবে। তবে আমাদের দল জড়িত নয়। কোনও বিএলও আমরা ঠিক করিনি। যদি কোনও বিএলও অন্যরকম কিছু করেন, সেটা প্রশাসন দেখবে। উনি আমাদের দলের সঙ্গে যুক্ত নন। আমরা আমাদের কাজটা শুধু ভালভাবে করব।”