AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মানবাধিকার কমিশনে অভিযোগ জানাতেই ‘আক্রান্ত’ বিজেপি কর্মী

Paschim Medinipur: ওই গ্রামেতেই বাড়ি বিজেপি কর্মী আশিস ঘোষের। তাঁর কাপড়ের দোকান রয়েছে।

মানবাধিকার কমিশনে অভিযোগ জানাতেই 'আক্রান্ত' বিজেপি কর্মী
নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Jul 18, 2021 | 10:46 AM
Share

পশ্চিম মেদিনীপুর: জাতীয় মানবাধিকার কমিশনে (National Human Rights Commission) অভিযোগ করায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। তির তৃণমূলের দিকে। শনিবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ২ ব্লকের ভগবন্তপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের খিরেটি গ্রামে।

ওই গ্রামেতেই বাড়ি বিজেপি কর্মী আশিস ঘোষের। তাঁর কাপড়ের দোকান রয়েছে। শনিবার সেই দোকানেই বসে ছিলেন তিনি। তৃণমূলের বেশ কয়েকজন দুষ্কৃতী চড়াও হন তাঁর ওপর। দোকান থেকে বের করে এনে মারধর শুরু করেন বলে অভিযোগ।

ওই বিজেপি কর্মীর দাদা সুকান্ত ঘোষ বাধা দিতে গেলে, তিনি আক্রান্ত হন। ওই বিজেপি কর্মীর মাথায়-গায়ে চোট লাগে এবং তাঁর দাদার নাকে চোট লাগে। দু’জনেই রক্তাক্ত হন। চন্দ্রকোণা থানায় জানানো হলে, পুলিশ আক্রান্ত দুজনকেই চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

ওই বিজেপি কর্মীর অভিযোগ,একুশের বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার পর ৩ রা মে তাঁর বাড়িতে চড়াও হন তৃণমূল কর্মীরা। মারধর ও ভাঙচুর করা হয়। ঘটনার পর বাড়ি ছাড়া ছিলেন তিনি। জুন মাসের ২৪ তারিখ জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ জানান তিনি। তার দিন পাঁচেক পর পরিবার সমেত বাড়ি ফেরেন তিনি।

মানবাধিকার কমিশনে অভিযোগ জানানোর কারণেই শনিবার রাতে তাঁর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ।  এপ্রসঙ্গে বিজেপি মণ্ডল সভাপতি রাজীব পাল বলেন, “এই ধরনের একাধিক অভিযোগ আসছে আমাদের কাছে। পুলিশকে জানিয়েছি। কিন্তু প্রশাসন এখনও কোনও পদক্ষেপ করেনি।”

যদিও এই ঘটনা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে চন্দ্রকোনা ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জগজিৎ সরকার। তাঁর বক্তব্য, “বিজেপির কোনও অস্তিত্ব নেই। ফল ঘোষণার পর ওদের নিজেদের মধ্যে কন্দোল চলছে বেশ কিছু জায়গায়। তার থেকেই এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে।” আরও পড়ুন: ‘ফ্লাইটে বোমা রয়েছে…’ মিলিটারি-সতর্কতায় রবির সকালে ভয়ঙ্কর কাণ্ড কলকাতা বিমানবন্দরে

COVID third Wave