শক্তিগড়: দোলের সকালে আসানসোল থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করানো হবে তাঁর। চিকিৎসকদের রিপোর্টের উপর নির্ভর করছে কেষ্টর দিল্লিযাত্রা। পুলিশের গাড়িতে করে নিয়ে আসা হচ্ছিল অনুব্রত মণ্ডলকে। আসানসোল থেকে কলকাতায় আসার পথে প্রাতঃরাশের জন্য শক্তিগড়ে থামে গাড়িটি। পুলিশের তরফে কড়াকড়ি ছিল যথেষ্ট। সংবাদমাধ্যমকে অনুব্রতর ধারে কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। সংবাদমাধ্যমকে দূরে রাখার চেষ্টা করা হলেও, কেষ্টর সঙ্গে দেখা করতে শক্তিগড়ে আসেন তিন রহস্যময় ব্যক্তি।
সূত্র মারফত জানা যাচ্ছে, ওই তিন ব্যক্তি বীরভূম থেকে গাড়ি নিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে এসেছিলেন। যে গাড়িটি করে তাঁরা এসেছিলেন, সেটির নম্বর ডাব্লিউ বি ৪১ এইচ ০০০৭। গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে পূর্ব বর্ধমানের আরটিও অফিস থেকে। আর এই গাড়িটি কার নামে রয়েছে, তা খুঁজতে গিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে গাড়ির তথ্য খুঁজতে গেলে উঠে আসছে মলয় পিটের নাম। প্রসঙ্গত, শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিট। তাঁকে সিবিআই ও ইডিও ডেকে পাঠিয়েছিল। মলয় পিটের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশাল অঙ্কের লেনদেন সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন বলে সূত্রের খবর।
সেই মলয় পিটের নামে রেজিস্ট্রেশন হওয়া ওই গাড়িতে চেপে তিন রহস্যময় ব্যক্তি শক্তিগড়ে কী করতে এসেছিলেন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে? সেই নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। সেখানে কেষ্ট মণ্ডলের সঙ্গে কী কথাবার্তা হল তাঁদের? কে বা কারা পাঠিয়েছিলেন তাঁদের? দিল্লি যাত্রা যখন প্রায় নিশ্চিত, তখন কীসের এত পরিকল্পনা? মলয় পিট কি শেষ মুহূর্তে কোনও বার্তা পাঠালেন? কিংবা অনুব্রত কি কোনও বার্তা দিলেন? কেন মলয় পিট নিজের গাড়ি ব্যবহার করতে দিলেন ওই তিন ব্যক্তিকে? বিষয়টি নিয়ে টিভি নাইন বাংলার তরফে মলয় পিটের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এসব কিছুই তিনি জানেন না। বিষয়টি তিনি খোঁজ নেবেন। তাঁর অনেক গাড়ি রয়েছে। কে গাড়ি নিয়েছে, তা খোঁজ নেবেন তিনি।