TMC-র পতাকা খুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ! সব ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়

TMC: বুধবার সকালে এলাকারই এক তৃণমূল সমর্থকের নজরে বিষয়টি আসে। ওই ব্যক্তি কর্মস্থলে যাওয়ার পর দেখেন, রাস্তার উপর আধ পোড়া অবস্থায় পড়ে রয়েছে তৃণমূলের দলীয় পতাকা। বিষয়টি নজরে আসতেই তিনি স্থানীয় তৃণমূল নেতৃত্বকে বিষয়টি জানান।

TMC-র পতাকা খুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ! সব ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়
সিসিটিভি ফুটেজImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 15, 2024 | 8:04 PM

বর্ধমান: তৃণমূলের দলীয় পতাকা রাতের অন্ধকারে খুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বর্ধমানের লাকুড্ডির বটতলা এলাকায়। আর এই নিয়েই তুমুল বিতর্ক তৈরি হয়েছে পূর্ব বর্ধমান জেলার রাজনৈতিক মহলে। বুধবার সকালে এলাকারই এক তৃণমূল সমর্থকের নজরে বিষয়টি আসে। ওই ব্যক্তি কর্মস্থলে যাওয়ার পর দেখেন, রাস্তার উপর আধ পোড়া অবস্থায় পড়ে রয়েছে তৃণমূলের দলীয় পতাকা। বিষয়টি নজরে আসতেই তিনি স্থানীয় তৃণমূল নেতৃত্বকে বিষয়টি জানান। গোটা ঘটনায় বিজেপি শিবিরের দিকেই অভিযোগের আঙুল তুলছে ঘাসফুল শিবির। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে এলাকার বিজেপি নেতৃত্ব।

এদিকে গতরাতের কিছু সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, দু’জন যুবক রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা খুলছে। যদিও সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা যায়নি। রুমাল দিয়ে মুখ ঢাকা ছিল দুজনেরই। এলাকার ল্যাম্পপোস্ট ও অন্যান্য যে সব জায়গায় তৃণমূলের পতাকা লাগানো ছিল, সেগুলি একে একে খুলে ফেলে এক জায়গায় জড়ো করতে দেখা যায় সিসিটিভি ফুটেজে। কারা এই কাণ্ড ঘটিয়েছে, সে বিষয়টি এখনও স্পষ্ট না হলেও তৃণমূলের নিশানায় বিজেপি শিবিরই। তৃণমূলের বক্তব্য, এলাকায় কংগ্রেস বা সিপিএমের কেউ নেই। সেক্ষেত্রে এই কাজ বিজেপির লোকজনই করেছে বলে সন্দেহ তৃণমূলের স্থানীয় নেতৃত্বের।

যদিও বিজেপির স্থানীয় নেতা শান্তরূপ দে এই ঘটনার সঙ্গে পদ্ম শিবিরের যোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘বিজেপির অনেক কাজ রয়েছে। তৃণমূলের পতাকা পোড়ানোর মতো নিকৃষ্টমানের কাজ করার কোনও দরকার পড়ে না।’ গোটা বিষয়টি তৃণমূল নিজেরাই করে বিজেপির উপর দোষ চাপাতে চাইছে বলে দাবি বিজেপি নেতৃত্বের।