AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalna Hospital: একের পর এক ব্যবসায়ীকে ফোন, হাসপাতালের নাম করে বারবার প্রতারণার ঘটনায় শোরগোল কালনায়

Kalna Hospital: ইতিমধ্যেই এই ফাঁদে পা দিয়ে হুগলি জেলার এক ই-স্কুটার ব্যবসায়ী খুইয়েছেন ১৯ হাজার ৫০০ টাকা। এবার একই কৌশলে কালনা শহরের এক অ্যাকোয়াগার্ড ব্যবসায়ীকে টার্গেট করা হয়।

Kalna Hospital: একের পর এক ব্যবসায়ীকে ফোন, হাসপাতালের নাম করে বারবার প্রতারণার ঘটনায় শোরগোল কালনায়
শোরগোল এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Aug 19, 2025 | 7:35 PM
Share

কালনা: হাসপাতালের নাম ব্যবহার করে চলছে প্রতারণা। বারবার ঘটছে একই ঘটনা। নাম জড়িয়ে গিয়েছে কালনা মহকুমা হাসপাতালের। ইতিমধ্যেই এই ফাঁদে পা দিয়ে হুগলি জেলার এক ই-স্কুটার ব্যবসায়ী খুইয়েছেন ১৯ হাজার ৫০০ টাকা। এবার একই কৌশলে কালনা শহরের এক অ্যাকোয়াগার্ড ব্যবসায়ীকে টার্গেট করা হয়। তবে হাসপাতালের সহকারী সুপারের হস্তক্ষেপে শেষ মুহূর্তে প্রতারণার হাত থেকে রক্ষা পান ওই ব্যবসায়ী সুমিত দত্ত।

কীভাবে চলছে প্রতারণা চক্র? 

জানা গিয়েছে, সোমবার কালনা মহকুমা হাসপাতালের সুপারের নাম করে ফোনে জানানো হয়, হাসপাতালে ৪৫ পিস অ্যাকোয়াগার্ডের প্রয়োজন। এরপরই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা জমা দিতে বলা হয়। সন্দেহ হওয়ায় ব্যবসায়ী সুমিত দত্ত বিষয়টি কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাসকে জানান। তখনই কতটা জল আর কতটা তেল। আসলেই যে তিনি প্রতারণা শিকার হতে যাচ্ছিলেন তা বুঝে যান। সুমিতবাবু বলছেন এই প্রথম নয়, এর আগেও মায়াপুর ইসকনের নাম করে তাঁর কাছে একইরকম ভুয়ো ফোন এসেছিল। দ্রুত তিনি থানার দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। 

কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস বলছেন, এর আগে হাসপাতালের সুপারের নাম করে নার্সদের ই-স্কুটি দেওয়ার নাম করে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৯ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। এবার অ্যাকোয়াগার্ড ব্যবসায়ীর কাছে টাকা দাবি করা হয়েছে। বিষয়টি কালনা থানার আইসিকে মৌখিকভাবে জানানো হয়েছে বলেও তিনি জানান।