Bank Account Scam: খণ্ডঘোষের ATM রহস্য আরও ঘনীভূত, ফোন নম্বরগুলোর অস্তিত্বই নেই!

Aritra Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 30, 2023 | 5:35 PM

Bank Account Scam: এটিএম কার্ডের খামগুলি ক্যামেরার সামনেই খোলেন গ্রামবাসীরা। নাম সঠিক, ঠিকানাও সঠিক। কিন্তু গোলমাল ফোন নম্বরে। ওই নম্বরগুলো তো তাঁদের নয়। তাহলে কোথা থেকে এল? TV9 বাংলার প্রতিনিধি নম্বরগুলিতে ফোন করেন।

Bank Account Scam: খণ্ডঘোষের ATM রহস্য আরও ঘনীভূত, ফোন নম্বরগুলোর অস্তিত্বই নেই!
খণ্ডঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘিরে রহস্য
Image Credit source: TV9 Bangla

Follow Us

খণ্ডঘোষ: হঠাৎ বাড়িতে এসেছে ব্যাঙ্কের খাম। ভিতরে চকচক করছে নতুন এটিএম কার্ড। যাঁদের বাড়িতে কার্ড এসেছে তাঁদের নাম, ঠিকানা উল্লেখ থাকলেও সেই গ্রামবাসীরা বলছেন, এই কার্ড সম্পর্কে তাঁদের কিছু জানাই নেই। অ্যাকাউন্ট খোলার কথাই যখন জানা নেই, তখন এটিএম কার্ডের প্রশ্ন আসছে কোথা থেকে? পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থেকে এই অভিযোগ সামনে আসার পর বিষয়টা খতিয়ে দেখতে পৌঁছে গিয়েছিলেন TV9 বাংলার প্রতিনিধি। সংবাদমাধ্যমের সামনে গ্রামবাসীরা বলেন, “আমাদের অত টাকা আসবে কোথা থেকে? আমরা তো কিছুই জানি না।”

এটিএম কার্ডের খামগুলি ক্যামেরার সামনেই খোলেন গ্রামবাসীরা। নাম সঠিক, ঠিকানাও সঠিক। কিন্তু গোলমাল ফোন নম্বরে। ওই নম্বরগুলো তো তাঁদের নয়। তাহলে কোথা থেকে এল? TV9 বাংলার প্রতিনিধি নম্বরগুলিতে ফোন করেন। জানার চেষ্টা করেন ফোনের অপরদিকে কেউ ফোন ধরেন কি না। কিন্তু নম্বরগুলোতে ফোন করলে অপর দিক থেকে শোনা যায়, ‘সুইচড অফ’ অথবা ‘অস্তিত্ব নেই’।

প্রশ্ন উঠেছে, তাহলে এই ফোন নম্বরগুলো কার? কোথায় গেল সে সব সিম কার্ড? প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনও ভাবে ফাঁদ পেতে ওই প্রান্তিক মানুষদের কাছ থেকে নথিপত্র জোগাড় করা হয়। তারপর সেই নথি দিয়ে কেউ বা কারা সিম কার্ড তোলেন। সেগুলি ব্যবহার করে খোলা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তারপর সিমগুলোর কী পরিণতি হয়, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

Next Article