Bardhaman: নাকা চেকিংয়ের সময় সাইসাই করে পালাতে গেল চারচাকা, পরে গাড়ির গেট খুলতেই মাথায় হাত পুলিশের

Manatosh Podder | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 09, 2024 | 10:27 PM

Bardhaman: পুলিশ সূত্রে খবর, গাড়িটি তল্লাশি করে মেলে পলিথিন মোড়ানো প্যাকেট। সেটি খুলতেই প্রায় ৯৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অর্ক বন্দোপাধ্যায় জানিয়েছেন, "আইনি পদ্ধতি মেনে সংশ্লিষ্ট গাড়িটি এবং সমস্ত মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে।"

Bardhaman: নাকা চেকিংয়ের সময় সাইসাই করে পালাতে গেল চারচাকা, পরে গাড়ির গেট খুলতেই মাথায় হাত পুলিশের
চারচাকা গাড়িতে যত গণ্ডগোল
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বর্ধমান: চলছিল নাকা চেকিং। পুলিশ একের পর এক গাড়ি দাঁড় করিয়ে চেকিং করছে। এমন সময় হঠাৎ একটি চারচাকা দ্রুত গতিতে পালাতে যায়। ব্যাস! সঙ্গে-সঙ্গে তা চোখে পড়ে পুলিশ আধিকারিকদের। বিপদ ঘনাচ্ছে এমনটা আঁচ করেই সঙ্গে সঙ্গে গাড়ি ফেলেই পালিয়ে যান চালক। কিন্ত কী তাতে? পরে পুলিশ গিয়ে গাড়িটি চিরুনি তল্লাশি করতেই মিলল ৯৪ কেজি গাঁজা।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আউশগ্রাম সংলগ্ন এলাকার সড়কপথগুলিতে নাকা চেকিং করছিল স্পেশাল অপারেশন গ্রুপ ও পুলিশ। এরপর আউশগ্রামের ভেদিয়া অঞ্চলের বাগবাটি মোড়ের কাছে গুসকরা ফাঁড়ির পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ একটি সুইফট ডিজায়ার গাড়ি আটকাতে যায়। সেই সময় গাড়ি ফেলে পালায় চালক ও সঙ্গে থাকা এক ব্যক্তি।

পুলিশ সূত্রে খবর, গাড়িটি তল্লাশি করে মেলে পলিথিন মোড়ানো প্যাকেট। সেটি খুলতেই প্রায় ৯৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অর্ক বন্দোপাধ্যায় জানিয়েছেন, “আইনি পদ্ধতি মেনে সংশ্লিষ্ট গাড়িটি এবং সমস্ত মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে।” আউশগ্রাম থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই মাদক পাচার চক্রের সঙ্গে কারা জড়িত জানতে পুলিশ তদন্তে নেমেছে।