Purba Bardhaman: শাসক দলের হুমকির অভিযোগ, ভয়ে ফের থানায় ছুটলেন বিজেপি কর্মী

Manatosh Podder | Edited By: Soumya Saha

Jun 28, 2024 | 10:45 PM

TMC vs BJP: ভোটের দিন বেনিয়মের প্রতিবাদ করেছিলেন বলে ওই বিজেপি কর্মীকে বিভিন্নভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে। ঘটনার পরই থানায় অভিযোগ জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই মামলা তুলে নেওয়ার জন্য এখন তাঁকে ফের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওই বিজেপি কর্মীর। এমন অবস্থায় তাই আবার থানায় ছুটে এসেছেন বলরাম গোস্বামী নামে ওই বিজেপি কর্মী।

Purba Bardhaman: শাসক দলের হুমকির অভিযোগ, ভয়ে ফের থানায় ছুটলেন বিজেপি কর্মী
হুমকির অভিযোগ তুলে থানায় বিজেপি কর্মী
Image Credit source: TV9 Bangla

Follow Us

বর্ধমান: লোকসভা ভোট মিটেছে। কিন্তু অশান্তি, হুমকির অভিযোগ যেন পিছু ছাড়ছে না। শাসক দলের হুমকির অভিযোগ তুলে এবার পুলিশের দ্বারস্থ বর্ধমান থানার মির্জাপুর গ্রামের বিজেপি কর্মী বলরাম গোস্বামী। এবারের লোকসভা ভোটে তিনি বিজেপির বুথ এজেন্ট ছিলেন। তাঁর দাবি, ভোটের দিন বেনিয়মের প্রতিবাদ করেছিলেন বলে তাঁকে বিভিন্নভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে। ঘটনার পরই থানায় অভিযোগ জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই মামলা তুলে নেওয়ার জন্য এখন তাঁকে ফের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওই বিজেপি কর্মীর। এমন অবস্থায় তাই আবার থানায় ছুটে এসেছেন বলরাম গোস্বামী নামে ওই বিজেপি কর্মী।

বর্ধমানের মির্জাপুরের বাসিন্দা ওই বিজেপি কর্মীর দাবি, ভোটের পর থেকেই তাঁকে হুমকির মুখে পড়তে হচ্ছে। কখনও হাত-পা ভেঙে দেওয়ার ভয় দেখানো, কখনও বাড়িছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ তুলছেন তিনি। সেই নিয়ে আগেই থানায় অভিযোগ জানিয়েছিলেন বলরামবাবু। অভিযোগ, শুক্রবার তিনি স্ত্রীর ডাক্তার দেখানো সংক্রান্ত প্রয়োজনে বর্ধমান শহরের দিকে আসছিলেন। সেই সময়েই তাঁর পথ আগলে ফের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী তাঁকে চড়ও মারা হয় বলে অভিযোগ ওই ব্যক্তির।

যদিও এই হুমকির অভিযোগের সঙ্গে রাজ্যের শাসক শিবিরের কোনও যোগ নেই বলেই দাবি তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাসের। তাঁর দাবি, ‘একমাস আগে নির্বাচন হয়ে গেছে। সবাই ঘরে আছে। আমরা মানুষের ব্যাপক সমর্থন পেয়েছি। কারও উপরে আমাদের রাগ নেই। এই অভিযোগ মিথ্যা। তা সত্বেও যদি তিনি মনে করেন, তাঁর উপর দলের নাম করে কেউ কোনও অন্যায় করেছে তবে উনি প্রশাসনের দ্বারস্থ হোন। প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে।’

Next Article