Katwa : বাঁশ বাগানে কিশোর-কিশোরীর ঝুলন্ত দেহ, প্রেম পরিণতি না পাওয়ায় আত্মহত্যা ?
Katwa : মাস দুয়েক আগে কিশোরীর বিয়ে দিয়েছিল পরিবার। এলাকারই এক কিশোরের সঙ্গে তার আগে থেকে প্রেম ছিল। কিশোরীর পরিবার সেই সম্পর্ক মেনে নিতে চায়নি।

কাটোয়া : দুই কিশোরী-কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার। আজ কেতুগ্রামের মৌগ্রাম এলাকায় বাঁশ বাগান থেকে মৃতদেহ (Deadbody found) দুটি উদ্ধার করে পুলিশ। মৃতদের নাম সামিউল শেখ(১৭) ও রিম্পা খাতুন(১৭)। গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। কেতুগ্রাম থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায়।
সামিউল এবার স্থানীয় মৌগ্রাম বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। গ্রামের মেয়ের রিম্পা খাতুনও মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিয়েছিল। কিন্তু, ফাল্গুন মাসে তার বিয়ে দেয় পরিবার। মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি সে। রিম্পার বিয়ের পরও দু’জনের সম্পর্ক ছিল বলে স্থানীয় বাসিন্দারা বলছেন।
সামিউলের বাবা ঝড়ু শেখ বলেন, “সকালবেলায় গ্রামের লোকের মুখে শুনে গিয়ে দেখি আমার ছেলে ও একটি মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে। সম্পর্ক ছিল বলেই দু’জনে মরেছে। তবে দুপ্তাহ আগে মেয়ের বাবা রজভ শেখ আমার ছেলেকে গালাগালি দিয়েছিল, মারধর করেছিল। সেকারণেই আমার ছেলে গলায় দড়ি দিয়ে মরেছে।”

আজ সকালে ওই কিশোর-কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়
সামিউল শেখকে গালাগালি বা মারধরের অভিযোগ অস্বীকার করেন রিম্পার বাবা রজভ শেখ। গ্রামেই মেয়ের বিয়ে দিয়েছিলেন তিনি। বলেন, “সম্পর্কের কথা মেয়ে কোনওদিন তাঁকে বলেনি। সম্পর্কের কথা জানলে কি মেয়ের বিয়ে গ্রামে দিতাম?” কেতুগ্রাম থানার পুলিশ সামিউলের মোবাইল বাজেয়াপ্ত করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে।
