Burdwan: তৃণমূল বিধায়কের বাড়ির কাছেই আক্রান্ত বিজেপি নেতা, তুমুল চর্চা
Burdwan: বিজেপি জেলা যুবমোর্চার সম্পাদক দেবজ্যোতি সিনহার অভিযোগ, রবিবার রাতে বর্ধমান দক্ষিণের তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাসের বাড়ির কাছে রথতলা এলাকায় ৫ নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি শুভঙ্কর রায়ের বাড়িতে বিজেপিকর্মীরা বৈঠক করছিলেন।

বর্ধমান: তৃণমূল বিধায়কের বাড়ির কাছেই আক্রান্ত হলেন বিজেপি নেতা। নাম জড়াল বিধায়ক খোকন দাসের। বিজেপির মণ্ডল কমিটির কার্য্যকারিণী বৈঠক চলাকালীন হামলা চালানোর অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। মণ্ডল সভাপতির বাড়িতে চড়াও হয়ে বিজেপি কর্মীদের মারধর করার পাশাপাশি বাড়িতে ভাঙচুর ও লুঠপাট চালানো হয় বলে অভিযোগ।রবিবার সন্ধ্যায় বর্ধমান শহরের ২৩ ওয়ার্ডের রথতলায় এই ঘটনার পর এলাকার উত্তেজনা ছড়ায়। ঘটনায় আহত হয়েছেন বিজেপি বর্ধমান দক্ষিণ বিধানসভার ৫ নম্বর মণ্ডল সভাপতি শুভঙ্কর রায়, মণ্ডলের সাধারণ সম্পাদক অসিত হালদার-সহ আরও বেশ কয়েকজন। চিকিৎসার জন্য তাঁদের রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিজেপি জেলা যুবমোর্চার সম্পাদক দেবজ্যোতি সিনহার অভিযোগ, রবিবার রাতে বর্ধমান দক্ষিণের তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাসের বাড়ির কাছে রথতলা এলাকায় ৫ নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি শুভঙ্কর রায়ের বাড়িতে বিজেপিকর্মীরা বৈঠক করছিলেন। বৈঠকের শেষদিকে হঠাৎ করেই বিধায়ক ঘনিষ্ঠ কয়েকজনের নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মণ্ডল সভাপতির বাড়িতে চড়াও হয় ও বিজেপি কর্মীদের মারধর করেন বলে অভিযোগ। এমনকি মণ্ডল সভাপতির বাড়িতে ভাঙচুর ও লুটতরাজও চালানো হয়। ঘটনায় মণ্ডল সভাপতি-সহ আরও বেশ কয়েকজন বিজেপিকর্মী আহত হন তাদের চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ।
তৃণমূলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাসের দাবি, এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই, আইনের দ্বারস্থ হলে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে।
বিধায়ক খোকন দাস বলেন, “আমি রাতে ঝামেলার কথা শুনেছি। ওদের নিজেদের মধ্যে ঝামেলা। আমরা ওর মধ্যে নাই। মিথ্যা কথা বলা হচ্ছে আমাদের কেউ হামলা করে নাই। আর শুভঙ্কর রায় তো বাংলাদেশি। ওই একমাত্র এখানে থাকে। ওর গোটা পরিবার থাকে বাংলাদেশে।কি করে নাম তোলালো তা বুঝতে পারছি না।”





