CCTV Footage: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা ফসকাল মহিলার, ভিডিয়ো দেখলে আঁৎকে উঠবেন

Manatosh Podder | Edited By: Soumya Saha

Oct 06, 2023 | 10:58 AM

RPF in Burdwan: ট্রেনটি প্লাটফর্ম পার করার সময় গতি একটু কমাতেই চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করছিলেন ওই মহিলা। সঙ্গে একটি ব্যাগও ছিল। চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা ফসকে যায় মহিলার। প্লাটফর্ম আর ট্রেনের মাঝে প্রায় কোমর পর্যন্ত ঢুকে গিয়েছিল।

বর্ধমান: ট্রেন থেকে নামতে গিয়ে সাক্ষাৎ যমদূতের হাত থেকে রক্ষা পেলেন এক মহিলা। ডাউন পটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে চেপে আসছিলেন সুনিতা সিং নামে এক মহিলা। বর্ধমান স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্ম দিয়ে ট্রেনটি পাস করছিল। পটনা-হাওড়া জনশতাব্দীর বর্ধমানে কোনও স্টপেজ নেই। ট্রেনটি প্লাটফর্ম পার করার সময় গতি একটু কমাতেই চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করছিলেন ওই মহিলা। সঙ্গে একটি ব্যাগও ছিল। চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা ফসকে যায় মহিলার। প্লাটফর্ম আর ট্রেনের মাঝে প্রায় কোমর পর্যন্ত ঢুকে গিয়েছিল। কোনওরকমে ট্রেনের গেটের একটি হাতল ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন।

সেই সময় বর্ধমান স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে যাত্রী নিরাপত্তার দায়িত্বে ছিলেন আরপিএফের কনস্টেবল দীনানাথ। বিষয়টি নজরে আসতেই মুহূর্তের মধ্যে মহিলাকে ধরে টেনে তোলার চেষ্টা করেন তিনি। অপর এক আরপিএফ কনস্টেবল এ কে রামও এগিয়ে আসেন। দু’জন আরপিএফ কর্মীর তৎপরতায় শেষ পর্যন্ত মহিলাকে প্লাটফর্মে অক্ষত অবস্থায় টেনে তুলে আনা সম্ভব হয়। প্লাটফর্ম ও চলন্ত ট্রেনের মাঝে প্রায় পিষে যাওয়ার উপক্রম হয়েছিল, ভাগ্যের জোরে ও আরপিএফ কর্মীদের তৎপরতায় গতকাল নির্ঘাত মৃত্যুর হাত থেকে বাঁচলেন ওই মহিলা।

মাঝ বয়সি ওই মহিলার বাড়ি আসানসোলের হিরাপুর থানা এলাকায়। মহিলার পায়ে সামন্য চোট লেগেছে। প্লাটফর্মে তাঁকে টেনে তোলার পর তিনি যখন কিছুটা ধাতস্থ হন, তখন আরপিএফ কর্মীরা তাঁকে চিকিৎসা করানোর জন্য বলেন। কিন্তু মহিলা জানান, তাঁর চিকিৎসা নেওয়ার সেরকম প্রয়োজন নেই। তবে ঘটনার আকস্মিকতায় বেশ ঘাবড়ে গিয়েছিলেন তিনি।