Pujoy Pulse: পুজোয় পালস ট্যাবলো ঘিরে উৎসাহিত বর্ধমানবাসী

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 06, 2023 | 12:26 PM

পালসের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বর্ধমানের বাসিন্দা এক মহিলা বলেছেন, “টিভি৯ বাংলা ও পালসের এই যৌথ উদ্যোগ খুব ভালো লেগেছে। আগামী দিনে এদের চলার পথ আরও ভালো হোক। এই আশা করব। সবাইকে বলব টিভি৯ বাংলা চ্যানেলটি দেখুন এবং পালস লজেন্স খান।”

Follow Us

বর্ধমান: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি একেবারে শেষ পর্বে পৌঁছে গিয়েছে। উৎসবের মেজাজে আরও উন্মাদনা তৈরি করতে একসঙ্গে পালস ক্যান্ডি ও টিভি৯ বাংলা। পুজোয় পালস ট্যাবলো ঘুরবে রাজ্যের ২২টি শহরে। ইতিমধ্যেই সেই যাত্রা শুরু করেছে এই ট্যাবলো। বৃহস্পতিবার সেই ট্যাবলো পৌঁছে গিয়েছিল বর্ধমান শহরে। সেখানে এই ট্যাবলো ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ট্যাবলো ঘিরে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, তাতেও অংশ নিয়েছেন প্রচুর মানুষ। সেই সঙ্গে টিভি৯ বাংলা এবং পালস ক্যান্ডির সাফল্যও কামনা করেছেন বর্ধমানবাসীদের একাংশ।

টিভি৯ বাংলা এবং পালস ক্যান্ডির ট্যাবলোকে ঘিরে বর্ধমানে ভিড় জমে উঠেছিল ভালোই। বিভিন্ন বয়সী মানুষজন ভিড় করেছিলেন সেখানে। পালসের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বর্ধমানের বাসিন্দা এক মহিলা বলেছেন, “টিভি৯ বাংলা ও পালসের এই যৌথ উদ্যোগ খুব ভালো লেগেছে। আগামী দিনে এদের চলার পথ আরও ভালো হোক। এই আশা করব। সবাইকে বলব টিভি৯ বাংলা চ্যানেলটি দেখুন এবং পালস লজেন্স খান।”

পুুজোয় পালস ট্যাবলো পৌঁছে যেতে পারে আপনার শহরেও। নজর রাখুন টিভি৯ বাংলায়। সব খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ টিভি৯ বাংলা।

বর্ধমান: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি একেবারে শেষ পর্বে পৌঁছে গিয়েছে। উৎসবের মেজাজে আরও উন্মাদনা তৈরি করতে একসঙ্গে পালস ক্যান্ডি ও টিভি৯ বাংলা। পুজোয় পালস ট্যাবলো ঘুরবে রাজ্যের ২২টি শহরে। ইতিমধ্যেই সেই যাত্রা শুরু করেছে এই ট্যাবলো। বৃহস্পতিবার সেই ট্যাবলো পৌঁছে গিয়েছিল বর্ধমান শহরে। সেখানে এই ট্যাবলো ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ট্যাবলো ঘিরে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, তাতেও অংশ নিয়েছেন প্রচুর মানুষ। সেই সঙ্গে টিভি৯ বাংলা এবং পালস ক্যান্ডির সাফল্যও কামনা করেছেন বর্ধমানবাসীদের একাংশ।

টিভি৯ বাংলা এবং পালস ক্যান্ডির ট্যাবলোকে ঘিরে বর্ধমানে ভিড় জমে উঠেছিল ভালোই। বিভিন্ন বয়সী মানুষজন ভিড় করেছিলেন সেখানে। পালসের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বর্ধমানের বাসিন্দা এক মহিলা বলেছেন, “টিভি৯ বাংলা ও পালসের এই যৌথ উদ্যোগ খুব ভালো লেগেছে। আগামী দিনে এদের চলার পথ আরও ভালো হোক। এই আশা করব। সবাইকে বলব টিভি৯ বাংলা চ্যানেলটি দেখুন এবং পালস লজেন্স খান।”

পুুজোয় পালস ট্যাবলো পৌঁছে যেতে পারে আপনার শহরেও। নজর রাখুন টিভি৯ বাংলায়। সব খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ টিভি৯ বাংলা।

Next Article