সক্কাল-সক্কাল হাজির সঙ্গীতার খদ্দেররা, এ দিকে মহিলা তখন…

Manatosh Podder | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 19, 2024 | 11:19 AM

Bardhaman: প্রসঙ্গত, বুধবার সঙ্গীতা সাহানীকে গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবার তাঁকে তোলা হবে আদালত। গতকাল ওই পাচারকারীর বাড়িতে হানা দেন আধিকারিকরা। বাঙ্কার থেকে উদ্ধার হয় টাকা। প্রায় ৪২ লক্ষ টাকা থরে-থরে সাজানো ছিল। শুধু তাই নয়, উদ্ধার হয় প্রচুর গাঁজাও। টাকা গুণতে মেশিন আনে পুলিশ।

সক্কাল-সক্কাল হাজির সঙ্গীতার খদ্দেররা, এ দিকে মহিলা তখন...
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বর্ধমান: কেউ খবর পেয়েছেন। কেউ আবার পাননি। যাঁরা পাননি তাঁরাই হাজির সকাল-সকাল। কেন? গাঁজা কিনতে। ঠিকই পড়ছেন। সাত সকালেই মাদক পাচারকারী সঙ্গীতা সাহানীর বাড়ির সামনে ভিড় খদ্দেরদের। তবে টিভি ৯ ক্যামেরা দেখেই উর্ধ্বশ্বাসে দৌড়। যদিও, ওই সকল লোকজন অস্বীকার করলেন তাঁরা গাঁজা কিনতে এসেছেন।

প্রসঙ্গত, বুধবার সঙ্গীতা সাহানীকে গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবার তাঁকে তোলা হবে আদালত। গতকাল ওই পাচারকারীর বাড়িতে হানা দেন আধিকারিকরা। বাঙ্কার থেকে উদ্ধার হয় টাকা। প্রায় ৪২ লক্ষ টাকা থরে-থরে সাজানো ছিল। শুধু তাই নয়, উদ্ধার হয় প্রচুর গাঁজাও। টাকা গুণতে মেশিন আনে পুলিশ।

এ দিকে, যে সব ক্রেতাদের কাছে সঙ্গীতার গ্রেফতারির খবর পৌঁছয়নি তাঁরা এসে হাজির হন সেখানে। এক ক্রেতা বলেন, “নানা আমি তো গাঁজা কিনতে আসিনি। আমার বাড়ি এখানে। তবে এখানে কী হত বলতে পারব না।” স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই এলাকার যে মানুষজন ছিল তাঁরা প্রশাসনকে জানিয়েছিল। সরব ও হয়েছিলেন। এই মহিলার মা যিনি ছিলেন তাঁকেও কিন্তু গাঁজা বিক্রির অভিযোগে গ্রেফতার করেছিল। কিন্তু তারপরও যে ঘটনা ঘটেছে তা কিন্তু সকলে নাড়িয়ে দিয়েছে।”

Next Article