Bardhaman: দেখুন খালি, মহিলার বাড়ি থেকে কী পেল পুলিশ!এখানেই শেষ নয়, রয়েছে সেই জিনিসও…

Manatosh Podder | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 19, 2024 | 1:43 PM

Bardhaman: গোপনসূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার মেমারীর সিনেমাহল পাড়ায় চল পুলিশি অভিযান। তখনই সঙ্গীতা সাহানীর বাড়ি থেকে উদ্ধার গোখাদ্যের আড়াল থেকে বস্তা বস্তা গাঁজা উদ্ধার হয়। এমনকী বেসমেন্টের নিচে থরে-থরে সাজানো ছিল টাকা।

Bardhaman: দেখুন খালি, মহিলার বাড়ি থেকে কী পেল পুলিশ!এখানেই শেষ নয়, রয়েছে সেই জিনিসও...
লাখ লাখ টাকা পুলিশের হাতে
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মেমারি: অনেক দিন ধরেই খবর ছিল। তবে তল্লাশি চালাতে গিয়ে এইসব দেখতে হবে ভাবেননি বোধহয় পুলিশ আধিকারিকরা। মাদক পাচার চক্রের ডেরায় হানা দিল পুলিশ। ঘটনায় গ্রেফতার এক মহিলা। ধৃতের নাম সঙ্গীতা সাহানী। ঘটনাটি পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকার।

গোপনসূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার মেমারীর সিনেমাহল পাড়ায় চলে পুলিশি অভিযান। তখনই সঙ্গীতা সাহানীর বাড়ির ভিতরে রাখা গোখাদ্যের আড়াল থেকে বস্তা বস্তা গাঁজা উদ্ধার হয়। এমনকী বেসমেন্টের নিচে থরে-থরে সাজানো ছিল টাকা। ৪৭ কেজি গাঁজা ও নগদ প্রায় ৪২ লক্ষ টাকা। উদ্ধার করে পুলিশ।

এ প্রসঙ্গে, অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী জানান, “বাজেয়াপ্ত দু’টি বস্তার একটিতে বিভিন্ন গ্রামের ‘পুরিয়া’ আছে। আর একটিতে আছে এক কেজি করে গাঁজা। দুপুর আড়াইটে নাগাদ গাঁজা ও টাকা উদ্ধার করি আমরা।” পুলিশ সূত্রে খবর, ব্যাঙ্কের কর্মীরা টাকা গোনার যন্ত্র নিয়ে আসেন। একটি কালো রঙের ব্যাগের ২০ থেকে ৫০০ টাকার নোট থরে থরে সাজানো রাখা ছিল। বর্ধমান পুলিশের সন্দেহ এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে। তবে কোথা থেকে গাঁজা আসত, কোথায় বিক্রি করা হত, বিস্তারিত তদন্ত চলছে। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হবে।

 

 

 

Next Article