Kartik Maharaj: ‘আমরা নিজেদের হিন্দু বলে পরিচয় দিই না’, এবার মুখ খুললেন কার্তিক মহারাজ

Kousik Dutta | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 18, 2024 | 9:17 PM

Kartik Maharaj: সম্প্রতি ফিরহাদ হাকিম বলেন, 'উপরওয়ালার আশীর্বাদে একদিন আমরা সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু হতে পারি।', তাঁর এই বক্তব্য নিয়েই শুরু হয় বিতর্ক।

Kartik Maharaj: আমরা নিজেদের হিন্দু বলে পরিচয় দিই না, এবার মুখ খুললেন কার্তিক মহারাজ
Image Credit source: TV9 Bangla

Follow Us

বর্ধমান: ‘ফিরহাদ হাকিম যা বলেছেন, সেটাই ঠিক। আমরা সেটা পারি না।’ কলকাতার মেয়রের মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন কার্তিক মহারাজ। তাঁর দাবি, কোরানের নির্দেশ অনুযায়ীই কথা বলেছেন ফিরহাদ হাকিম। সম্প্রতি ফিরহাদের মন্তব্য নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। তাঁর মন্তব্যের বিরোধিতা করে তৃণমূলও। এই ধরনের মন্তব্যের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে জানানো হয় দলের তরফে।

ফিরহাদ বলেছিলেন, “বাংলায় আমরা ৩৩ শতাংশ। কিন্তু, দেশে আমরা ১৭ শতাংশ। আমাদের সংখ্যালঘু বলা হয়। কিন্তু, আমরা নিজেদের সংখ্যালঘু বলে মনে করি না। আমরা মনে করি, উপরওয়ালার আশীর্বাদে একদিন আমরা সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু হতে পারি। উপরওয়ালার আশীর্বাদে এটা আমরা হাসিল করব।” সেই মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে কার্তিক মহারাজ বলেন, “ফিরহাদ হাকিম আমাদের অনেক কল্যাণ করেছেন, ভাল করেছেন।”

বুধবার কালনায় সনাতনী ঐক্যমঞ্চ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ। ফিরহাদকে কার্যত কটাক্ষ করে তিনি বলেন, “ফিরহাদ হাকিম সর্বাগ্রে তিনি পরিচয় দিচ্ছেন যে তিনি একজন মুসলমান। তিনি কোরানের অনুগামী। তাঁর ধর্মগ্রন্থে যা নির্দেশ আছে, সেই নির্দেশ তিনি পালন করছেন, এটা খুব আনন্দের কথা।” এরপরই তিনি বলেন, “আমরাই শুধু নিজেদের হিন্দু বলে পরিচয় দিই না। আর বিবেকানন্দ বলে গিয়েছিলেন, ‘আমি নিজেকে হিন্দু বলতে গর্ব বোধ করি।’ আমরা সেই বিবেকানন্দর অনুগামী।” ফিরহাদ হাকিম আমাদের চোখ খুলে দিয়েছেন বলেও মন্তব্য করেছেন কার্তক মহারাজ। তাঁর কথায়, আজ যারা চোখ থাকতে বলতে পারে না, তারা অন্ধ, বোবা।

Next Article