Irani Arrest in Bengal: বাংলায় ঘুরতে এসে ভর সন্ধেয় সোনার দোকানে চুরির চেষ্টা ইরানি নাগরিকের! হাতেনাতে পাকড়াও করল স্থানীয়রা
Purba Bardhaman: কালনার SDPO রাকেশ চৌধুরী জানিয়েছেন, সমস্ত আইনি প্রক্রিয়া মেনে ধৃতের দেশ ইরানেও এই বিষয়ে বার্তা পাঠানো হবে। পাশাপাশি, অভিযুক্তের ছেলেকে বর্ধমান জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছে।

পূর্ব বর্ধমান: ঘুরতে এসে এ কী কাণ্ড? পর্যটক ভিসায় ভারতে এসেছেন। কোথায় ঘুরবেন, ফিরবেন। কিন্তু সে সব না করে, কী করলেন? সোজা সোনার দোকানে ঢুকে গহনা চুরির চেষ্টা। আবার এসেছিলেন কাকে সঙ্গে করে? নিজের নাবালক ছেলে।
ঘটনা কালনার মন্তেশ্বরের। টুরিস্টি ভিসায় ভারতে ঘুরতে এসে সোনার দোকানে চুরির চেষ্টা করলেন এক ইরানি নাগরিক। ধৃতের নাম আলী মেহবুবি। শুক্রবার সন্ধেয় মন্তেশ্বর বাজার এলাকার একটি সোনার দোকানে হানা দেন ওই ইরানি নাগরিক। সঙ্গে নিয়ে যান নিজের নাবালক ছেলেকে। দোকানে ঢুকেই লোভ সামলাতে না পেরে সোনার গহনা হাতানোর চেষ্টা করেন তিনি।
কিন্তু স্থানীয় বাসিন্দারা নজরে চলে আসেন সেই ইরানি নাগরিক। তৎক্ষণাৎই তাকে ধরে ফেলে তারা। খবর দেওয়া হয় মন্তেশ্বর থানায়। শনিবার কালনা মহকুমা আদালতে পেশ করা হয় ধৃত আলী মেহবুবিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগেই ভিসার মেয়াদ শেষ হয়েছে ধৃত ও তার পুত্রের। কিন্তু তারপরেও নিজেদের দেশে ফিরে যায়নি তারা।
কালনার SDPO রাকেশ চৌধুরী জানিয়েছেন, সমস্ত আইনি প্রক্রিয়া মেনে ধৃতের দেশ ইরানেও এই বিষয়ে বার্তা পাঠানো হবে। পাশাপাশি, অভিযুক্তের ছেলেকে বর্ধমান জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছে।

