Kalna: ওয়ারিশন সার্টিফিকেটেও ‘জাল’, গ্রেফতার ২ যুবক
Kalna: অভিযোগ, চার ভাইবোনের নামে ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে জমির রেকর্ড করার সময়ে শ্রীরামপুর বিএলআরও অফিসে একটি জাল সার্টিফিকেট জমা দেওয়া হয়, যেখানে পঞ্চায়েত প্রধানের নকল সই ও প্যাড ব্যবহার করা হয়েছিল।

কালনা: নসরতপুর পঞ্চায়েতে জালিয়াতির অভিযোগে গ্রেফতার হলেন দুই যুবক। একদিকে পঞ্চায়েত প্রধানের নামাঙ্কিত প্যাড ও সই জাল করে তৈরি হয়েছে ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট, অন্যদিকে ওয়ারিশন পেতে প্রতিবেশীর সই নকল করে জমা পড়েছে আবেদনপত্র। ঘটনার সূত্রপাত নসরতপুর পঞ্চায়েতে।
অভিযোগ, চার ভাইবোনের নামে ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে জমির রেকর্ড করার সময়ে শ্রীরামপুর বিএলআরও অফিসে একটি জাল সার্টিফিকেট জমা দেওয়া হয়, যেখানে পঞ্চায়েত প্রধানের নকল সই ও প্যাড ব্যবহার করা হয়েছিল। একই পঞ্চায়েতের অপর ঘটনায়, পারুলডাঙার এক বাসিন্দা প্রতিবেশীর সই জাল করে পঞ্চায়েতে ওয়ারিশনের আবেদনপত্র জমা দেন।
এই দুই ঘটনায় নাদনঘাট থানার পুলিশ শুক্রবার গ্রেফতার করে রাহুল মণ্ডল ও শুভজিৎ ঘোষ নামে দুই যুবককে। তাঁদের কালনা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
বিষয়টি সামনে আসতেই পঞ্চায়েত প্রধান কানন বর্মনের লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। তবে ধৃতরা বা তাদের পরিবার কোনও প্রতিক্রিয়া দেয়নি।
নসরতপুর পঞ্চায়েত প্রধান কানন বর্মন বলেন, “আমরা ওয়ারেশিন সার্কিফিকেট দিয়েছিলাম। পরে আমাদের দফতর থেকে জানানো হয়, ওয়ারিশ একজন। যারা নিয়েছে, তাদেরকে ডাকি। জানতে পারি, ওরাই নাম এডিট করেছে। প্রতিবেশীদের সইও নকল করেছে।”

