AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anganwadi Workers: ডিম দেয় না দিনের পর দিন, অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘিরে চলল বিক্ষোভ

Ketugram: সূত্রের খবর, ডিমের দাম বেড়ে যাওয়ায় কেতুগ্রামের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম দেওয়া বন্ধ। অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি, আধিকারিকদের সঙ্গে কথা বলে ডিম দেওয়া বন্ধ রাখা হয়েছে। তারপরও ১১টি সেন্টারকে শোকজের চিঠি দেওয়া হয়েছে বলে দাবি কর্মীদের। যার উত্তরও দিয়েছেন বলে জানান। প্রশাসনিক সুরাহার আশ্বাস দেওয়া হলেও তা হয়নি।

Anganwadi Workers: ডিম দেয় না দিনের পর দিন, অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘিরে চলল বিক্ষোভ
ডিম না পেয়ে বিক্ষোভ। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 29, 2024 | 9:42 PM
Share

পূর্ব বর্ধমান: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়মিত ডিম পাবে, এমনটাই কথা। অথচ তা না দেওয়ার অভিযোগ উঠছিল কয়েকদিন ধরেই। সোমবার সেই অভিযোগকে সামনে রেখেই তুমুল অশান্তি বাধল কেতুগ্রামে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম বন্ধ রাখায় অভিভাবকরা বিক্ষোভ দেখায় কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে। এদিকে সেই বিক্ষোভ সামাল দিতে না পেরে অঙ্গনওয়াড়ি কর্মীরা আবার সেন্টারের আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। চরম ডামাডোল শুরু হয় কেতুগ্রাম-২ ব্লকে। যদিও এলাকার লোকজনের দাবি, ৮ দিন ধরে ডিম দিচ্ছে না। তা দিতেই হবে যেহেন প্রকারে।

যদিও এ বিষয়ে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার বা সিডিপিও কৌস্তভ দাশগুপ্ত বলেন, “ডিম, সবজি দেওয়ারই কথা। কিন্তু সেটা বন্ধ করা হয়েছে বলছেন। এরকম অর্ডার আমাদের অফিস থেকে তো দেওয়া হয়নি। আমরা কারণ দর্শানোর নোটিস দিয়েছি।”

সূত্রের খবর, ডিমের দাম বেড়ে যাওয়ায় কেতুগ্রামের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম দেওয়া বন্ধ। অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি, আধিকারিকদের সঙ্গে কথা বলে ডিম দেওয়া বন্ধ রাখা হয়েছে। তারপরও ১১টি সেন্টারকে শোকজের চিঠি দেওয়া হয়েছে বলে দাবি কর্মীদের। যার উত্তরও দিয়েছেন বলে জানান। প্রশাসনিক সুরাহার আশ্বাস দেওয়া হলেও তা হয়নি।

অভিযোগ, এদিকে সেন্টারে ডিম না দেওয়ায় রোজ রোজ অভিভাবকদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। তারই প্রতিবাদে সোমবার বিকালে ব্লক অফিসে আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান কর্মীরা। অভিযোগ সেই বিক্ষোভ চলাকালীন এলাকার কয়েকজন বাসিন্দা এসে তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।