Ketugram News: মুখ খানা কালো, বেরিয়ে এসেছে গ্যাঁজলা, মাঠের মাঝে চিত হয়ে পড়ে আছে ওরা, আঁতকে উঠলেন লোকজন

Kousik Dutta | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 01, 2024 | 3:13 PM

Ketugram: সদুত্তর নেই বনদফতরের কাছেও। এলাকার বাসিন্দারা বলছেন মৃত হনুমানের মুখ দিয়ে সাদা গ্যাঁজলা বের হচ্ছে। তার মানে বিষক্রিয়া থেকে মৃত্যু হতে পারে তাদের। যদিও ময়নাতদন্ত না করে বনদফতর কিছু বলতে চাইছে না ৷ শোরগোল পড়ে গিয়েছে চার পাঁচটি গ্রাম জুড়ে।

Ketugram News: মুখ খানা কালো, বেরিয়ে এসেছে গ্যাঁজলা, মাঠের মাঝে চিত হয়ে পড়ে আছে ওরা, আঁতকে উঠলেন লোকজন
কী হয়েছে কেতুগ্রামে?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কেতুগ্রাম: গ্রামজুড়ে জঙ্গল। সেই জঙ্গলের আশপাশ দিয়ে যাঁরা যাচ্ছিলেন তাঁদেরই আচমকা পিলে চমকে উঠল। কারণ, শনিবার থেকে ঝোপ-জঙ্গলের ধারে পড়ে রয়েছে একের পর এক হনুমানের দেহ। শনিবার থেকে রবিবার পর্যন্ত এখনও অবধি ৯টি মৃতদেহ উদ্ধার করেছে বনদফতর। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

শনিবার বিকেলে কেতুগ্রামের শাখাই গ্রামে ৩টি মৃত হনুমান উদ্ধার করেছে কাটোয়া বনদফতর। আজ রবিবার সকালে শাখাই,উদ্ধারণপুর,এনায়েত পুর সহ আরও কয়েকটি গ্রামে পাঁচটি মৃত হনুমান উদ্ধার করছেন বনদফতরের কর্মীরা। এখনও ঝোপে পড়ে রয়েছে আরও একটি হনুমানের মৃতদেহ। সব নিয়ে কেতুগ্রামে মোট ৯ টি হনুমানের অস্বাভাবিক মৃতদেহ পাওয়া গিয়েছে।

কেন এত হনুমানের মৃত্যু?

সদুত্তর নেই বনদফতরের কাছেও। এলাকার বাসিন্দারা বলছেন মৃত হনুমানের মুখ দিয়ে সাদা গ্যাঁজলা বের হচ্ছে। তার মানে বিষক্রিয়া থেকে মৃত্যু হতে পারে তাদের। যদিও ময়নাতদন্ত না করে বনদফতর কিছু বলতে চাইছে না ৷ শোরগোল পড়ে গিয়েছে চার পাঁচটি গ্রাম জুড়ে। স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা মাঠে খেলা করছিলাম হঠাৎ করে একটা বাঁদর এসে পড়ল। তারপর দেখলাম হনুমানের মুখ থেকে ফ্যানা উঠে গিয়েছে। আরও অনেক হনুমানের এমন হয়েছে।”

Next Article