Bangladesh Unrest: ‘জান দিয়ে স্বাধীনতা এনে দিয়েছিলাম, ভুলে গেল?’, বাংলাদেশের এমন ‘প্রতিদানে’ চোখে জল মুক্তিযোদ্ধার

Kousik Dutta | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 02, 2024 | 9:50 AM

Bangladesh Unrest: বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছেন না দেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করা প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মন্ডল। বয়সের ভারে বার্ধক্য চেপে ধরলেও ক্ষোভে ফুঁসছেন তিনি।

Bangladesh Unrest: জান দিয়ে স্বাধীনতা এনে দিয়েছিলাম, ভুলে গেল?, বাংলাদেশের এমন প্রতিদানে চোখে জল মুক্তিযোদ্ধার
মুক্তিযোদ্ধা সমরেন্দ্র কুমার মন্ডল।
Image Credit source: TV9 বাংলা

Follow Us

কালনা: বাংলারই তো অংশ। মুক্তিযুদ্ধের সময় তাই এক ডাকে দৌড়ে গিয়েছিলেন। পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীনতা অর্জনে লড়িয়ে দিয়েছিলেন জান-প্রাণ। সেই লড়াই, ত্যাগেরই প্রতিদান এটা? বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের প্রতি হিংসা-অত্যাচার, ভারতের জাতীয় পতাকার অবমাননা মেনে নিতে পারছেন না মুক্তিযুদ্ধে লড়াই করা প্রাক্তন ভারতীয় সৈনিক।

বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছেন না দেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করা প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মন্ডল। বয়সের ভারে বার্ধক্য চেপে ধরলেও ক্ষোভে ফুঁসছেন তিনি। প্রশ্ন তুলেছেন,মহম্মদ ইউনূস কী করছেন? প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের শোচনীয় অবস্থা নিয়েও।

কালনা শহরের মিশন এলাকার বাসিন্দা প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মন্ডল (৭২)। বংশ পরম্পরায় তিনি খ্রিস্টান। যখন বয়স ২২ বছর, ভারতীয় সেনায় যোগ দেন তিনি। ১৯৭১ সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনা হিসাবে মিশন ক্যাকটাস লিলিতে অংশ গ্রহণ করেন।

বর্তমান সময়ে বাংলাদেশের কর্মকাণ্ডে সেই মুক্তিযুদ্ধের স্মৃতি মনে করেই ক্ষোভে ফুঁসছেন সমরেন্দ্র কুমার। ওপার বাংলায় জাতীয় পতাকা অবমাননার ছবি দেখে, তা কিছুতেই মেনে নিতে পারছেন না। তাঁর চোখে এসেছে জল।

ক্ষোভ উগরে তিনি বলেন, “যে দেশটাকে ভারতীয় সৈনিকরা জীবন দিয়ে স্বাধীন করেছে, সেই দেশ আজ ভারতের সাহায্যের কথা ভুলে গেল। কৃতজ্ঞতার বদলে জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে এরা। হিংসা, জঘন্য, নোংরা- এগুলো বললেও হয়তো কম হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া দেশের দায়িত্ব। আমরা জান দিয়ে, জীবন দিয়ে স্বাধীনতা এনে দিয়েছি, ওরা সেটা ভুলে গেল?”

Next Article