কাটোয়া: মাত্র কয়েক ফুটের ঈশানি নদী। তার উপর কাঠের ছোট্ট সেতু। দীর্ঘদিন ধরে তা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সেই কারণেই দুই পারের মানুষজনদের যাতায়াত করতে হয় কয়েক কিলোমিটার ঘুরে, যা জেনেও চুপ রয়েছে পঞ্চায়েত। দুর্ভোগ গ্রামবাসীদের।
বর্ধমানের কেতুগ্রাম ২ নম্বর ব্লকের নবগ্রাম পঞ্চায়েতের অম্বল গ্রাম। এই গ্রাম থেকে গোমাই গ্রাম সহ আরও কয়েকটি গ্রামের যাতায়াত অম্বল গ্রামের ঈশানি নদীর কাঠের সেতু পেরিয়ে। কিন্তু এই কাঠের সেতু বন্যার জলের তোড়ে ভেঙে যায়। দুই পাড়ের পারাপার বন্ধ হয়ে যায়। প্রয়োজনের তাগিদে রেলের ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করেন কিছু মানুষজন। অন্যথায় কয়েক কিলোমিটার ঘুরপথে বাধ্য হয়েই যাতায়াত করতে হচ্ছে দুই পরের গ্রামবাসীদের।
এই সেতু পার হয়েই গোমাই গ্রাম সহ আরও কয়েকটি গ্রামের গ্রামবাসীদের যেতে হয় স্কুলে, স্টেশনে বা বাজারে। অভিযোগ, সেতু বানানোর জন্য গ্রামবাসীরা পঞ্চায়েতে আবেদন জানিয়েছেন বহু বার। মাপজোক করা হলেও নতুন সেতু হয়নি। এই বিষয়ে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিকাশ মজুমদার সেতুর সমস্যা স্বীকার করে বলেন, পাকা সেতু নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীর দফতরে আবেদন করা হয়েছে। দ্রুত সেতু নির্মাণ করা হবে। এলাকাবাসীদের দাবি পাকা করে দেওয়া হোক এই সেতু।