AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bardhaman medical college: এবার বর্ধমান মেডিক্যাল কলেজে মহিলা জুনিয়র ডাক্তারকে যৌন হেনস্থার অভিযোগ

Bardhaman: যদিও অভিযুক্ত জুনিয়র চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন মিথ্যা অভিযোগ। বলেন, "কলেজের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। সেই কারণে অপপ্রচার করার জন্য এই অভিযোগ করা হচ্ছে।আমাকে হেনস্থা করার জন্য এটা হচ্ছে।"

Bardhaman medical college: এবার বর্ধমান মেডিক্যাল কলেজে মহিলা জুনিয়র ডাক্তারকে যৌন হেনস্থার অভিযোগ
বর্ধমান মেডিক্যাল কলেজImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 03, 2025 | 11:38 AM
Share

বর্ধমান: কসবাকাণ্ডের মধ্যেই এবার চাঞ্চল্যকর অভিযোগ উঠল বর্ধমান মেডিক্যাল কলেজে। সেখানে এক মহিলা জুনিয়র ডাক্তারকে যৌন হেনস্থার অভিযোগ উঠল আর এক ইন্টার্নের বিরুদ্ধে। মঙ্গলবার হাসপাতালের ওই ঘটনা ঘটে বলে অভিযোগ। বুধবার বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে ঘটনাটি নিয়ে অভিযোগ করেন ওই মহিলা জুনিয়র চিকিৎসক।

এ প্রসঙ্গে বর্ধমান মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি কলেজের জেন্ডার হ্যারাসমেন্ট কমিটির কাছে পাঠানো হয়েছে। আগামী শুক্রবার এই সংক্রান্ত বিষয় নিয়ে জরুরি ভিত্তিতে একটি বৈঠক আছে। সেখানে সিদ্ধান্ত হবে।”

যদিও অভিযুক্ত জুনিয়র চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন মিথ্যা অভিযোগ। বলেন, “কলেজের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। সেই কারণে অপপ্রচার করার জন্য এই অভিযোগ করা হচ্ছে।আমাকে হেনস্থা করার জন্য এটা হচ্ছে।” উল্লেখ্য, আরজি করে তরুণী চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়ে ওঠে গোটা দেশ। সেই ঘটনার এক বছর কাটতে না কাটতেই এবার কসবা এলাকায় এক আইনের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ওঠে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন চারজন। সেই ঘটনার পর এবার বর্ধমান মেডিক্যাল কলেজে নিগ্রহের অভিযোগ।