Purbo Burdwan: ক্লাচের তার কেটে যায়, বাসে তখন জনা তিরিশ খুদে… স্কুল বাসের চালক যা করলেন…
Purbo Burdwan: লোকো চারতলা মোড়ের কাছে আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে। বাসের ভিতরে থাকা ছাত্রীরা প্রত্যেকেই কম বেশি আহত হয়। পাশাপাশি এই দুর্ঘটনায় তিনজন পথচারী আহত হন। আহত ছাত্রীদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

পূর্ব বর্ধমান: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা স্কুল বাসের। আহত ৩০ স্কুল পড়ুয়া-সহ ৩৩ জন। বর্ধমান শহরের লোকো চারতলা মোড়ের ঘটনা। বৃহস্পতিবার সকালে দূর্ঘটনার কবলে পড়ে বর্ধমানের একটি সরকারি স্কুলের বাস। স্কুল বাসের চালক জানাচ্ছেন ব্রেক এবং ক্লাচপ্লেট কেটে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে। সেসময় বাসে ৩০ জনের ছাত্রী ছিল বলে জানা যাচ্ছে। বাসটি ছাত্রীদের নিয়ে বর্ধমান কালনা রোড ধরে স্কুলের দিকে যাচ্ছিল।
লোকো চারতলা মোড়ের কাছে আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে। বাসের ভিতরে থাকা ছাত্রীরা প্রত্যেকেই কম বেশি আহত হয়। পাশাপাশি এই দুর্ঘটনায় তিনজন পথচারী আহত হন। আহত ছাত্রীদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুল বাসগুলি সিট ক্যাপাসিটির তুলনায় অনেক বেশি ছাত্রছাত্রী নিয়ে যাতায়াত করে। স্কুল কর্তৃপক্ষদের জানানো স্বত্বেও একইভাবে যাতায়াত করে বাসগুলি। এবিষয়ে জেলা প্রসাশনকে নজর দেওয়ার দাবি জানান অভিভাবকরা।
রিয়া আজমল নামে আহত এক মহিলা বলেন, “একজন এসে দাঁড়িয়েছিল, আমি সাইকেল নিয়ে সাইড করে ঘরে ঢোকার চেষ্টা করছিলাম। বাচ্চাগুলো এখানে খেলা করছিল। বাসটা এত জোর আসল, মেরে ঢুকে গেল। বাসের সামনে যে কজন বাচ্চা ছিল, সবার লেগেছে।”
বাসের চালক বলছেন, “বাচ্চা তুলতে তুলতে যাচ্ছিলাম। হঠাৎ করে ব্রেক ফেল করে, ক্লাচ কেটে গিয়েছিল। সামনে একজন ভ্যানচালক ছিলেন, তাঁকে বাঁচাই, সামনে বাচ্চারাও ছিল। এসে একটা গাছে ধাক্কা মেরে দাঁড় করাই।”

