Sukanta Majumder: ‘চেক নয়, ধর্ষকের বাড়ির সামনে বুলডোজার দাঁড়িয়ে থাকবে’, বাংলায় নতুন রীতি আনার বার্তা সুকান্তর
Sukanta Majumder: এদিনের কর্মশালায় নারী নিরাপত্তার বিষয়ে মুখ খোলেন তিনি। কীভাবে বাংলায় নারীরা নিগৃহীত, নির্যাতিত, সে বিষয়ে বলতে গিয়ে সুকান্ত বলেন, "আজকে জয়নগর হোক বা আরজিকর হোক, মুখ্য়মন্ত্রী ও তাঁর দলবলের কী সলিউশন? মেয়ের বাবা-মাকে কোনওভাবে ফুঁসলিয়ে নিয়ে যায়। তাঁদের হাতে চেক ধরাও।"
কালনা: সুকান্তর মুখে বাংলায় এবার বুলডোজার নীতি! বিজেপি সরকার এলে মেয়ের বাবা-মায়ের হাতে চেক ধরাতে হবে না। ধর্ষকদের বাড়ির সামনে বুলডোজার দাঁড়িয়ে থাকবে। কালনায় বিজেপি সদস্য সংগ্রহ কর্মশালা থেকে ঠিক এই ভাষাতেই রাজ্য় সরকারকে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সোমবার কালনায় বিজেপির সদস্য সংগ্রহ কর্মশালা ছিল। সেখান থেকে বাংলার মহিলাদের জন্য অন্নপূর্ণা প্রজেক্টের কথা বলেন সুকান্ত। এই প্রকল্পে বাংলার মহিলাদের তিন হাজার টাকা করে দেবে বিজেপি। তা করতে কীভাবে ফর্মপূরণ করতে হবে, তাও বলে দেন সুকান্ত। এদিনের কর্মশালায় নারী নিরাপত্তার বিষয়ে মুখ খোলেন তিনি। কীভাবে বাংলায় নারীরা নিগৃহীত, নির্যাতিত, সে বিষয়ে বলতে গিয়ে সুকান্ত বলেন, “আজকে জয়নগর হোক বা আরজিকর হোক, মুখ্য়মন্ত্রী ও তাঁর দলবলের কী সলিউশন? মেয়ের বাবা-মাকে কোনওভাবে ফুঁসলিয়ে নিয়ে যায়। তাঁদের হাতে চেক ধরাও।” তিনি বলেন, “বাংলার বিজেপি সরকার তৈরি হলে ধর্ষকের বাড়ির সামনে বুলডোজার দাঁড়িয়ে থাকবে।” ‘বুলডোজার’ শব্দটি এতদিন যোগীরাজ্যের ক্ষেত্রেই অত্যন্ত প্রযোজিত ছিল। এবার নারী নিগ্রহ রুখতে সেই রীতিই বাংলায় চালু করার বার্তা দিলেন সুকান্ত।
গত কয়েক মাসে বাংলার একের পর এক ধর্ষণ-খুনের অভিযোগ উঠছে। বাংলার নারী নিরাপত্তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। মুখ খুলছেন বিশিষ্টজনেরাও। সেই পরিস্থিতিতে বুলডোজার নীতির কথা বললেন সুকান্ত মজুমদার।