AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICSE Result 2023: ICSE-তে প্রথম সম্বিতকে মোবাইল উপহার অভিষেকের, শান্তনু বললেন, ‘রাজ্যে শিক্ষার মান খুব ভাল’

ICSE Result 2023: বর্ধমানের পার্কাস রোডের বাসিন্দা সম্বিত মুখোপাধ্যায়। সেন্ট জেভিয়ার্সের ছাত্র সে। এ দিন শান্তনু সেন সম্বিতের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের বলেন, "রাজ্যে শিক্ষার মান খুব ভাল।"

ICSE Result 2023: ICSE-তে প্রথম সম্বিতকে মোবাইল উপহার অভিষেকের, শান্তনু বললেন, ‘রাজ্যে শিক্ষার মান খুব ভাল’
সম্বিতের বাড়িতে শান্তনু সেন (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: May 15, 2023 | 2:49 PM
Share

বর্ধমান: আইসিএসই (ICSE Result 2023) দশম শ্রেণির পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থানে থাকা ৯ জনের মধ্যে রয়েছেন বাংলার ছেলে সম্বিত মুখোপাধ্যায়। তার প্রাপ্ত নম্বর ৯৯.৮ শতাংশ। সম্বিতের এই সাফল্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বিতকে একটি মোবাইল ও পার্কার পেন পাঠিয়েছেন। সোমবার ওই পড়ুয়ার বাড়িতে পৌঁছন তৃণমূল সাংসদ ডঃ শান্তনু সেন। তিনি জানান যে, সম্বিতের এই সাফল্য রাজ্যের কাছে আনন্দের। মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হয়েছে। খুশি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁদের উভয়ের উপহার ও শুভেচ্ছা বার্তাই নিয়ে এসেছেন।

বর্ধমানের পার্কাস রোডের বাসিন্দা সম্বিত মুখোপাধ্যায়। সেন্ট জেভিয়ার্সের ছাত্র সে। এ দিন শান্তনু সেন সম্বিতের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের বলেন, “রাজ্যে শিক্ষার মান খুব ভাল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভুল পড়ানো হচ্ছে।” সঙ্গে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বলতে গিয়ে বলেন,”এ রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থায় এগারো কোটি মানুষ বিনামূল্যে পরিষেবা পেয়ে থাকেন। তাই রাজ্যের নতুন স্বাস্থ্যক্ষেত্রের প্রস্তাবে বিচলিত হওয়ার কিছুই নেই। গ্রামের মানুষের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, কৃতি পড়ুয়া সম্বিত জানান যে বই মুখে নিয়ে থাকার দলে সে নয়। দিনে ৭-৮ ঘণ্টা পড়েছে। তার লক্ষ্য আইআইটি-তে সুযোগ পাওয়া। আগামীতে পড়তে চায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে। এছাড়াও গিটার বাজানো তার শখ। ছবি আঁকতে আর দাবা খেলতেও ভালবাসে সে।