Train service disrupted: প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, ২ ঘণ্টা ট্রেন পরিষেবা থমকে শক্তিগড়ে

Train service disrupted: রেলের তরফে জানা গিয়েছে, ডাউন লাইনে প্যান্টোগ্রাফ ভেঙেছে। সেই কারণে আপ ও ডাউন এই দুই লাইনেই ট্রেন বন্ধ রয়েছে। যার কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষজন।

Train service disrupted: প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, ২ ঘণ্টা ট্রেন পরিষেবা থমকে শক্তিগড়ে
ট্রেন বাতিলImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2023 | 7:54 PM

শক্তিগড়: আবারও ট্রেন বিভ্রাট। যার জেরে চরম ভোগান্তিতে সাধারণ জনগণ। কেউ ফিরছিলেন অফিস থেকে। কেউ আবার যাচ্ছিলেন হয়ত গন্তব্যে। তখনই হল গন্ডগোল। বর্ধমান-হাওড়া শাখার শক্তিগড় ও গাংপুর স্টেশনের মাঝে প্যান্টোগ্রাফ ভেঙে থমকে গেল ডাউন বর্ধমান হাওড়া মেইন লোকাল। প্রায় ২ ঘণ্টা পর চালু হয় পরিষেবা।

রেলের তরফে জানা গিয়েছে, ডাউন লাইনে প্যান্টোগ্রাফ ভেঙেছে। সেই কারণে আপ ও ডাউন এই দুই লাইনেই ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়। যার কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষজন।

এই বিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “আজ বিকেল ৫টা ৪১ মিনিট নাগাদ গাংপুর ও শক্তিগড় স্টেশনের মাঝে ডাউন মেইন লাইন শাখার লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে। তবে শুধু লোকাল ট্রেন নয়, একই সঙ্গে আটকে থাকে বেশ কয়েকটি দূরপাল্লার মেইল ও এক্সপ্রেস। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে ট্রেনগুলি।” তিনি আরও বলেন, “শক্তিগড় স্টেশনে দাঁড়িয়ে পড়ে রাজধানী এক্সপ্রেস। প্যান্টোগ্রাফ ভেঙে পড়ার কারণে বিপত্তি।” দ্রুত মেরামতির কাজ শুরু হয়। ২ ঘণ্টা পর শুরু হয় ট্রেন পরিষেবা।

GHORER BIOSCOPE COUNTDOWN