২৯৪ কেন্দ্রে নির্বাচন শেষ এ বার ফলাফলের দিকে তাকিয়ে সকলে। পশ্চিমবঙ্গের (West Bengal) বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র (Bardhaman Dkshin Assembly Seat)। একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) এই আসন থেকে তৃণমূল (TMC) প্রার্থী করেছে খোকন দাস (Khokan Das) কে। বিজেপি (BJP)-র প্রার্থী হয়েছেন সন্দীপ নন্দী (Sandip Nandi)। আর সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী এখানে পৃথা তা (Pritha Tah)। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৮ দফায় ভোট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল ও নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন বিজেপি, দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৬ সালের নির্বাচনে কেমন ছিল এই কেন্দ্রের ফল?
একনজরে দেখে নেওয়া যাক বর্ধমান দক্ষিণের আপডেট…
২০১৬ সালের ভোটের পরিসংখ্যান:
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী রবিরঞ্জন চট্টোপাধ্যায় জয়ী হয়েছিলেন। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৯১ হাজার ৮৮২। দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী আইনুল হক। তিনি পান ৬২ হাজার ৪৪৪ ভোট। তৃণমূল প্রার্থী রবীরঞ্জন চট্টোপাধ্যায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ২৯ হাজার ৪৩৮ ভোটে পরাজিত করেছিলেন।
এদিকে ২০১১ সালের নির্বাচনেও তৃণমূল প্রার্থী রবিরঞ্জন চট্টোপাধ্যায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের নিরূপম সেনকে পরাজিত করেছিলেন।
মোট ভোটার সংখ্যা:
২০১৬ সালের বিধানসভা ভোটে বর্ধমান দক্ষিণ কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ২,৪০,২৮৯। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১,২১,৩২৩ এবং মহিলা ভোটার সংখ্যা ছিল ১,১৮,৯৬১ জন। তবে গত নির্বাচনে ভোট দেন মোট ১,৯০,৭০২ জন। সব মিলিয়ে ভোট পড়ে ৮০.৯ শতাংশ।
২০১৬ সালের ভোটে পরিসংখ্যান:
বর্তমান বিধায়ক: রবিরঞ্জন চট্টোপাধ্যায়
মোট ভোট: ৯১ হাজার ৮৮২
মোট ভোটার সংখ্যা: ২,৪০,২৮৯
ভোট শতাংশ: ৮০.৯ শতাংশ