মোদী সভায় যোগ দিতে গিয়ে আক্রান্ত ৫ বিজেপি কর্মী, অভিযোগের তির তৃণমূলের দিকে

সৈকত দাস |

Apr 12, 2021 | 10:14 PM

সোমবার সন্ধ্যায় আহতদের দেখতে হাসপাতালে যান রায়নার বিজেপি প্রার্থী (BJP Candidate) মানিক রায়। তাঁর অভিযোগ, রায়নায় তৃণমূল হারছে। এটা বুঝতে পেরেই এখন মরিয়া হয়ে হামলা চালাচ্ছে।

মোদী সভায় যোগ দিতে গিয়ে আক্রান্ত ৫ বিজেপি কর্মী, অভিযোগের তির তৃণমূলের দিকে
নিজস্ব চিত্র

Follow Us

পূর্ব বর্ধমান: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র জনসভায় যোগ দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী ও সমর্থকরা। অভিযোগ, সোমবার বর্ধমানের তালিত-এ প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার পথে বিজেপি কর্মী ও সমর্থকদের গাড়ির সামনে পাইপ ফেলে গাড়ি উল্টে দেওয়া হয়। শুধু তাই নয়, রায়নার হিজলনা অঞ্চলের মাছখন্ডা এলাকায় গাড়ি উল্টে দেওয়ার পর লাঠি, রড, পাইপ ও ধারাল অস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মীদের।

ঘটনায় ৫ জন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই গোটা ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তারা। উল্টে ঘাসফুল শিবিরের দাবি, কোনওরকম বাধাদান বা হিংসায় তারা যুক্ত নয়।

আর ও পড়ুন: ভাটপাড়ায় অস্ত্র কারখানা! শুরু রাজনীতির দড়ি টানাটানি

এদিকে সোমবার সন্ধ্যায় আহতদের দেখতে হাসপাতালে যান রায়নার বিজেপি প্রার্থী মানিক রায়। তাঁর অভিযোগ, রায়নায় তৃণমূল হারছে। এটা বুঝতে পেরেই এখন মরিয়া হয়ে হামলা চালাচ্ছে। তাঁর আরও অভিযোগ, এই হামলা রায়নার তৃণমূল নেতা বামদেব মন্ডলের নেতৃত্বে হয়েছে। ইতিমধ্যেই বিজেপির তরফে এ নিয়ে নির্বাচন কমিশন ও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Next Article