AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha-Mandarmani: বেশিরভাগ হোটলের ৭০-৮০ শতাংশ রুমের আগাম বুকিং শেষ! কেন এত হুড়োহুড়ি দিঘা-মন্দারমণিতে?

Digha-Mandarmani: নিম্নচাপ ও খারাপ আবহাওয়ার কারণে ২১ অগস্ট থেকে ২৩ অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নজরদারি এড়ানো হয়েছে মন্দারমণি, তাজপুর, ও দিঘার সৈকতে।

Digha-Mandarmani: বেশিরভাগ হোটলের ৭০-৮০ শতাংশ রুমের আগাম বুকিং শেষ! কেন এত হুড়োহুড়ি দিঘা-মন্দারমণিতে?
কেন এত ভিড় বাড়ছে? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Aug 23, 2025 | 5:15 PM
Share

দিঘা: সপ্তাহান্তে এমনিতেই জমাটি ভিড় থাকে। কিন্তু এই রবিবার যেন ভিড়টা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। শুক্রবার ছিল কৌশিকী অমাবস্যা, সঙ্গে দোসর নিম্নচাপ। তাতেই জলোচ্ছাসের সম্ভাবনা রয়েথে দিঘা-মন্দারমণিতে। তা দেখতেই বাড়ছে পর্যটকদের ভিড়। সকাল থেকেই সৈকতের পাশে বহু মানুষকে ঘোরাঘুরি করতে দেখা গেল। 

কয়েকদিন আগেই আবার উত্তাল সমুদ্রে তলিয়ে গিয়েছিলেন দুই পর্যটক। একজনকে বাঁচানো গেলেও একজনকে বাঁচানো যায়নি। তাই এবার খারাপ আবহাওয়ার পূর্বাভাস আসতেই সতর্ক প্রশাসন। সৈকতে যে জায়গাগুলিতে স্নানের জন্য সবথেকে বেশি ভিড় দেখা যায় সেখানে কড় নজরদারি চলছে। 

এদিকে আবার নিম্নচাপ ও খারাপ আবহাওয়ার কারণে ২১ অগস্ট থেকে ২৩ অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নজরদারি এড়ানো হয়েছে মন্দারমণি, তাজপুর, ও দিঘার সৈকতে। কোনওভবেই যাতে পর্যটকরা উত্তাল সমুদ্রে না নামেন মানুষজন তার জন্য বাড়ানো হয়েছে পুলিশি। তবে পর্যটকদের ভিড় বাড়ায় খুশি হোটেল মালিকরাও। হোটেল সংগঠন সূত্রে খবর, ইতিমধ্যেই বেশিরভাগ হোটলের ৭০-৮০ শতাংশ রুমের আগাম বুকিং হয়ে গিয়েছে।