Abhijit Ganguly: ‘আঁচলেও আছে রক্তের দাগ’, মমতাকে নিয়ে একী বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Abhijit Ganguly: গত ১৫ মে হলদিয়ার এক জনসভা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের কথা জানিয়ে প্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানায় তৃণমূল। এরপরই শোকজ করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।

তমলুক: মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে আবারও কড়া ভাষায় আক্রমণ শানালেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। মমতাকে ‘চাকরিখেকো’ বলে কটাক্ষ করেছেন প্রাক্তন বিচারপতি। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীই সবার চাকরি খেয়েছেন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে নির্বাচন কমিশনের তরফ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে শোকজ করা হয়েছে। সূত্রের খবর, শোকজ়ের জবাব সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে কমিশন। আর এবার নিয়োগ দুর্নীতি নিয়েও শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি।
তমলুকে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে মমতা বলেন, ‘মমতা নিজে চাকরিখেকো। ওঁর মুখে চাকরি খাওয়ার রক্ত লেগে আছে। সেই রক্ত উনি আঁচলে মুছেছিলেন, ওঁর আঁচলেও রক্ত লেগে আছে।’ তিনি আরও বলেন, ‘অযোগ্যদের জন্য লড়ে যাচ্ছেন উনি, যাঁরা যোগ্য তাদের জন্য উনি কী করেছেন।’ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, মানুষ ক্রমশ তৃণমূলের বিরোধী হয়ে উঠেছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না।
গত ১৫ মে হলদিয়ার এক জনসভা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের কথা জানিয়ে প্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানায় তৃণমূল। এরপরই শোকজ করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।
অন্যদিকে, সম্প্রতি ভোট পরবর্তী হিংসার মামলায় পূর্ব মেদিনীপুরে দুই নেতার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী বলেন, রেড তো হবেই। তৃণমূলের লোকজন চোর, ছ্যাঁচড়, তোলাবাজ। এরা কীভাবে উপার্জন করে সবাই জানে। অভিযোগ না হলে সিবিআই কোথাও যায় না।





