AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Akhil Giri: অভিষেককে স্বাগত জানাতে এসে জোর ধাক্কাধাক্কিতে রুষ্ট মন্ত্রী অখিল

Akhil Giri: কর্মসূচিতে কোন কোন ভিআইপি, মন্ত্রীরা আসছেন সেই তালিকা সাধারণত আগে থেকেই তৈরি থাকে। তারপরও কীভাবে অখিল গিরিকে চিনতে পারলেন না অভিষেকের নিরাপত্তারক্ষীরা ? উঠছে প্রশ্ন।

Akhil Giri: অভিষেককে স্বাগত জানাতে এসে জোর ধাক্কাধাক্কিতে রুষ্ট মন্ত্রী অখিল
অভিষেককে স্বাগত জানাতে এসে নিরাপত্তারক্ষীদের ধাক্কা খেলেন অখিল, রুষ্ট মন্ত্রী
| Edited By: | Updated on: May 31, 2023 | 11:43 PM
Share

কাঁথি: নবজোয়ার কর্মসূচিতে বর্তমানে পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) রয়েছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee)। এরইমধ্যে নবজোয়ার কর্মসূচিতে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা গেল কাঁথিতে। কারামন্ত্রী অখিল গিরিকে (Akhil Giri) ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল অভিষেকের নিরাপত্তীরক্ষীদের বিরুদ্ধে। কিন্তু, কেন এই ধাক্কা? 

সূত্রের খবর, অভিষেকের নিরাপত্তারক্ষীরা মন্ত্রী অখিল গিরিকে চিনতে পারেননি। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় যখন ঢুকছিল তখন তাঁকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিলেন অখিল গিরি। রীতিমতো ভিড়ও ছিল এলাকায়। ভিড় সামাল দিতে গিয়ে হিমশিম খেতে দেখা যায় নিরাপত্তাপক্ষীদের। সূত্রের খবর, অখিলকে চিনতে না পেরেই ধাক্কা দিয়ে সরিয়ে দিতে যান কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা। বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে কথা কাটাকাটিও চলে বলে খবর। প্রায় ২ মিনিটের বেশি সময় ধরে চলে ধস্তাধস্তি। 

বিকাল ৩টের সময় কাঁথির অস্থায়ী ক্যাম্প থেকে অভিষেকের কনভয় দেশপ্রাণ ব্লকের দিকে আসে। সেখান থেকে সোজা চলে যান চণ্ডীভেটির উদ্দেশে। মুকুন্দপুর বাজার মোড়ে এসে দাঁড়ায় অভিষেকের কনভয়। সেখানেই অভিষেকের অপেক্ষায় ছিলেন মন্ত্রী অখিল গিরি। সেখানে ঘটে যায় এ ঘটনা। গোটা ঘটনায় রীতিমতো ক্ষিপ্ত কারামন্ত্রী। ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বও। অস্বস্তি বেড়েছে পুলিশ-প্রশাসনের। সূত্রের খবর, এ ধরনের কর্মসূচিতে কোন কোন ভিআইপি, মন্ত্রীরা আসছেন সেই তালিকা সাধারণত আগে থেকেই তৈরি থাকে। তারপরও কীভাবে অখিল গিরিকে চিনতে পারলেন না অভিষেকের নিরাপত্তারক্ষীরা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও এ ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও কথা বলতে রাজি হননি অখিল।