Purba Medinipur: বর্ধমানের পর মেদিনীপুর, এবার তেলের ট্যাঙ্কারে একঝাঁক গরু

Kanishka Maity | Edited By: জয়দীপ দাস

Mar 16, 2024 | 5:21 PM

Purba Medinipur: তেলের ট্যাঙ্কারটি খুলতেই চোখ কপালে উঠে যায় পুলিশের। দেখা যায় তেলের বদলে ভিতর সার দিয়ে বাঁধা রয়েছে প্রচুর গরু। জিজ্ঞাসাবাদ করা হয় চালক ও খালাসিকে। তাঁদের বক্তব্যে অসঙ্গতি মেলায় ইতিমধ্যেই তাঁদের গ্রেফতারও করেছে পুলিশ।

Purba Medinipur: বর্ধমানের পর মেদিনীপুর, এবার তেলের ট্যাঙ্কারে একঝাঁক গরু
জোর শোরগোল এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

ভূপতিনগর: কয়েকদিন আগেই পূর্ব বর্ধমানের মেমারিতে গরু ভর্তি ভলভো বাসের ছবি সামনে এসেছিল। যা নিয়ে তোলপাড় চলেছিল সোশ্য়াল মিডিয়ায়। তবে এ কী এবার নতুন কায়দায় গরু পাচার শুরু হয়েছে বাংলার বুকে? সেই প্রশ্ন ঘোরাফেরা করছিল। এবার যেন মেমারির ঘটনার প্রতিচ্ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুরে। পুলিশের নাকা চেকিংয়ে তেলে ট্যাঙ্কারে দেখা মিলল গরুর দলের। রীতিমতো ধাওয়া করে গরু বোঝাই তেল ট্যাঙ্কার আটক করল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানা এলাকায়। খবর চাউর হতেই শোরগোল শুরু হয়ে গিয়েছে এলাকায়। 

সূত্রের খবর, গরু বোঝাই তেল ট্যাঙ্কারটি যাচ্ছিল হেঁড়িয়া ইটাবেড়িয়া রাজ্য সড়ক ধরে। কিন্তু, ট্যাঙ্কারটির গতিবিধি দেখে সন্দেহ হওয়াতে পথ আটকায় পুলিশ। কিন্তু, পুলিশ দেখেই গাড়ি দেখে ছুট দেন চালক। কিন্তু, বসে থাকেননি পুলিশ কর্মীরাও। ট্যাঙ্কারটি ছুট লাগাতেই পিছন পিছন ধাওয়া করে পুলিশের গাড়ি। ইটাবেড়িয়া বাজারে গাড়িটিকে ধরে ফেলে ভূপতিনগর থানার পুলিশ। শুরু হয় তল্লাশি। 

তেলের ট্যাঙ্কারটি খুলতেই চোখ কপালে উঠে যায় পুলিশের। দেখা যায় তেলের বদলে ভিতর সার দিয়ে বাঁধা রয়েছে প্রচুর গরু। জিজ্ঞাসাবাদ করা হয় চালক ও খালাসিকে। তাঁদের বক্তব্যে অসঙ্গতি মেলায় ইতিমধ্যেই তাঁদের গ্রেফতারও করেছে পুলিশ। আটক করা হয়েছে গাড়িটিকে। জানাচ্ছেন খোদ জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। এদিকে নাকা চেকিংয়ে এইভাবে গরু আটক হবে তা ভাবতে পারেননি পুলিশ কর্তারাও। খবর চাউর হতেই চর্চা শুরু হয়েছে পুলিশ মহলেও। 

Next Article