Sisir Adhikari: পুত্র সৌমেন্দুর প্রচারে গিয়ে মোদীর প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল সাংসদ শিশির অধিকারী

Kanishka Maity | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 17, 2024 | 4:52 PM

Sisir Adhikari: অপরদিকে, কাঁথি লোকসভার প্রার্থী সৌমেন্দু অধিকারী বলেন,"তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে জানাতে মানুষ তৈরি। গতকাল দেখা গেল এক ঝুড়ি লোক নিয়ে আমাদের প্রতিবাদ সভার পাল্টা প্রতিবাদ সভা করতে। মানুষ দেখছে নির্বাচন ঘোষণার সঙ্গে-সঙ্গে কীভাবে হুমকি দিচ্ছেন। আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে নরেন্দ্র মোদীর হাত শক্ত করবে।"

Sisir Adhikari: পুত্র সৌমেন্দুর প্রচারে গিয়ে মোদীর প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল সাংসদ শিশির অধিকারী
শিশির অধিকারী, সাংসদ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কাঁথি: নির্বাচনী ডঙ্কা বেজেছে আগেই। সেই নির্ঘণ্ট প্রকাশ করার পরই সব রাজনৈতিক দল নেমেছে জোর কদমে জনসংযোগে। বাদ গেলেন না কাঁথির তৃণমূল সাংসদ ও বিরোধী দল নেতার পিতৃ দেব শিশির অধিকারীও। ছোট ছেলে সৌমেন্দু অধিকারী এবার লোকসভা ভোটের প্রার্থী। তাঁর হয়েই প্রচারে দেখা গেল শিশিরকে। তবে তৃণমূল সাংসদ হয়ে বিজেপি-র ভোট প্রচার? শুরু হয়েছে গুঞ্জন।

আজ শিশির অধিকারী বলেন, “দেশকে উন্নয়নের পক্ষে মোদীজিকে ভোট দিন। আগামী দিনে মানুষের কাছে উন্নয়ন কর্মকাণ্ড পৌঁছে দিতে বাংলায় ৪২ আসনেই ফোটান পদ্ম। আর সৌমেন্দু অনেক ভোটেই জিটবে। রামনগর কখনও ফেরায়নি।” তৃণমূল সাংসদ হয়ে বিজেপির মঞ্চে? শিশির বলেন, “সেটা তো লোকে বলে…।”

অপরদিকে, কাঁথি লোকসভার প্রার্থী সৌমেন্দু অধিকারী বলেন,”তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে জানাতে মানুষ তৈরি। গতকাল দেখা গেল এক ঝুড়ি লোক নিয়ে আমাদের প্রতিবাদ সভার পাল্টা প্রতিবাদ সভা করতে। মানুষ দেখছে নির্বাচন ঘোষণার সঙ্গে-সঙ্গে কীভাবে হুমকি দিচ্ছেন। আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে নরেন্দ্র মোদীর হাত শক্ত করবে।” আজ এই সভায় প্রায় ২৫ টি পরিবারে তৃণমূল ও সিপিএম থেকে যোগদান করেন। পতাকা তুলেদেন শিশির অধিকারী ও সৌমেন্দু অধিকারী।

 

 

Next Article