Digha Accident: চতুর্দিকে পিনপতন স্তব্ধতা, থেঁতলে যাওয়া মুখ, দলা পাকানো শরীর, দিঘা যাওয়ার পথে চার পর্যটকের ভয়ঙ্কর পরিণতি

Kanishka Maity | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 01, 2023 | 4:32 PM

Digha Accident: দিঘা থেকে একটি বাস কলকাতার উদ্দেশে যাচ্ছিল। আর লাল রঙা ছোটো প্রাইভেট গাড়ি করে চার জন পর্যটক দিঘা যাচ্ছিলেন। কাঁথির শকুন্তলা লজের সামনে দ্রুত গতিতে থাকা দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়

Digha Accident: চতুর্দিকে পিনপতন স্তব্ধতা, থেঁতলে যাওয়া মুখ, দলা পাকানো শরীর, দিঘা যাওয়ার পথে চার পর্যটকের ভয়ঙ্কর পরিণতি
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর:  ফাঁকা রাস্তায় হু হু করে গাড়ি যাচ্ছে। আচমকাই একটা বিকট শব্দ। তারপর পিতপতন স্তব্ধতা। দাঁড়িয়ে যায় দু’লেনের গাড়ি। আশপাশের দোকানিরা তখন ছুটে এসেছেন। রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। লাল রঙা ছোটো গাড়িটার সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে থেঁবড়ে গিয়েছে। উল্টো দিকের যাত্রীবাহী বাসের অবস্থাও শোচনীয়। কাছে যেতেই রীতিমতো গা পাকিয়ে উঠল প্রত্যক্ষদর্শী। মুখ থেঁতলে, গলা পাকিয়ে যাওয়া কয়েকটা শরীর। কিছুটা দিশেহারা হয়ে পড়েন পথ চলতি সাধারণ মানুষ ও দোকানি। তাঁরা কীভাবে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করবেন, তা বুঝেও উঠতে পারছিলেন না। খবর যায় থানায়। পুলিশ গিয়ে রীতিমতো গাড়ি কেটে দেহ উদ্ধার করে। দিঘা ফেরত প্রাইভেট গাড়ির সঙ্গে দিঘাগামী বাসের মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা।
১১৬ বি জাতীয় সড়কের দিঘা নন্দকুমার কাঁথি বাইপাসের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।
এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

Digha Car Accident 1

দিঘায় গাড়ি দুর্ঘটনা

জানা গিয়েছে, দিঘা থেকে একটি বাস কলকাতার উদ্দেশে যাচ্ছিল। আর লাল রঙা ছোটো প্রাইভেট গাড়ি করে চার জন পর্যটক দিঘা যাচ্ছিলেন। কাঁথির শকুন্তলা লজের সামনে দ্রুত গতিতে থাকা দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার পুলিশ। পুলিশ গাড়ি থেকে চার জনকে উদ্ধার করে কাঁথি মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক চার জনকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর ব্যাপক যানজট সৃষ্টি হয়। আপাতত দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় যানজট নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।