Digha: দিঘায় হোটেল ভাড়া দ্বিগুণের থেকেও বেশি নিচ্ছে? অভিযোগ জানান এই নম্বরে
Digha: ইতিমধ্যেই দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এসবের মধ্যে পর্যটকদের তরফেও উঠছে অভিযোগ। সুযোগ বুঝে, হোটেলগুলোতে নাকি দ্বিগুণেরও বেশি ভাড়া নেওয়া হচ্ছে। এবার সেই অভিযোগের ভিত্তিতে তৎপর প্রশাসন। পুলিশের পক্ষ থেকে খোলা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট টুরিস্ট বুথ।

পূর্ব মেদিনীপুর: রথযাত্রা ঘিরে বাংলায় এবার নতুন উন্মাদনা! সৌজন্যে দিঘার জগন্নাথ মন্দির। এবারের রথে দিঘায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে বলে মনে করছে প্রশাসন। তার ওপর আবার উইকেন্ড। স্বাভাবিকভাবে পুজোর পর হবে সৈকতে ভিড়। ইতিমধ্যেই দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এসবের মধ্যে পর্যটকদের তরফেও উঠছে অভিযোগ। সুযোগ বুঝে, হোটেলগুলোতে নাকি দ্বিগুণেরও বেশি ভাড়া নেওয়া হচ্ছে। এবার সেই অভিযোগের ভিত্তিতে তৎপর প্রশাসন। পুলিশের পক্ষ থেকে খোলা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট টুরিস্ট বুথ।
কী এই বুথ?
এতদিন পর্যন্ত পর্যটকদের হোটেল সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে, যেমন হোটেলে বেশি ভাড়া নেওয়া হচ্ছে, হোটেলের রুম পেতে সমস্যা কিংবা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা- সবই জানানো হত পর্ষদ, থানায়, কিংবা হোটেল অ্যাসোসিয়েশনে। সেখানেই অভিযোগ জানাতে পারতেন পর্যটকরা । কিন্তু রথযাত্রার মরশুমে গত কয়েকদিনে হোটেলে রুম পাওয়া কিংবা রুমের ভাড়া নিয়ে পর্যটকদের একাংশ হেনস্থার শিকার হয়েছেন। এই ধরনের একাধিক অভিযোগ উঠছিল। এবার সেটা মেটাতেই পুলিশের তরফ থেকে খোলা হল অ্যাসিস্ট্যান্ট টুরিস্ট বুথ।
কোথায় কোথায় থাকবে এই অ্যাসিস্ট্যান্ট টুরিস্ট বুথ?
জগন্নাথ মন্দিরের আশপাশে, ওল্ড দিঘা ও নিউ দিঘার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্পটে এই বুথ খোলা হবে। কোনও সমস্যা হলে থানায় না গিয়ে বুথেই প্রশাসনিক কর্মীদের অভিযোগ জানাতে পারবেন পর্যটকরা।
অভিযোগ জানাতে পারবেন হোয়াটসঅ্যাপ নম্বরেও
পর্ষদের পক্ষ থেকে একটা হোয়াটসঅ্যাপ নম্বর খোলা হয়েছে। নম্বরটি হল- ৭৫০১২৯৫০০১। হোটেলের বাইরে প্ল্যাকার্ডে ঝুলিয়ে দেওয়া রয়েছে সেই নম্বর। কোনও সমস্যা হলে সহজেই সেই নম্বর হোয়াটসঅ্যাপ করে দিতে পারবেন পর্যটকরা। পাশাপাশি বুথেও থাকবে, অফিসিয়ালি অভিযোগ জানাতে পারবেন পর্যটকরা।

