AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: ‘মজা লাগছে আমার দলের লোকও রাজনীতি করেছে’, মমতার সঙ্গে সাক্ষাৎ নিয়ে অকপট দিলীপ ঘোষ

Dilip Ghosh: রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, "আমি কেন মন্দিরে এসেছি অনেকের কষ্ট ! আমি ছোটবেলা থেকেই মন্দিরে যাই। আমি মন্দিরে এসেছি, কে তৈরি করেছে সেটা বড় নয়। ভগবানকে তর্কের উপরে রাখা উচিত।"

Dilip Ghosh: 'মজা লাগছে আমার দলের লোকও রাজনীতি করেছে', মমতার সঙ্গে সাক্ষাৎ নিয়ে অকপট দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: May 01, 2025 | 2:50 PM

শুভজিৎ মিত্র ও কনিষ্ক মাইতির রিপোর্ট

পূর্ব মেদিনীপুর:  বঙ্গ রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে এখন একজনই। দিলীপ ঘোষ। তাঁর দিঘার জগন্নাথ মন্দির যাওয়া নিয়েই যত বিতর্ক। দলের একাংশেরই আক্রমণের মুখে পড়তে হয়েছে তাঁকে। কেন তিনি জগন্নাথ মন্দিরে গেলেন, কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে কথা বললেন, তা নিয়ে নানা তির্যক মন্তব্য ভেসে আসছে। এই সব শুনে কী বলছেন দিলীপ ঘোষ?

খড়্গপুরের প্রাক্তন সাংসদের কথায়, “বাংলায় সব বিষয় নিয়েই রাজনীতি হয়। আমার মজা লাগছে আমার দলের লোকও রাজনীতি করেছে এটা নিয়ে।”

এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, “আমি কেন মন্দিরে এসেছি অনেকের কষ্ট ! আমি ছোটবেলা থেকেই মন্দিরে যাই। আমি মন্দিরে এসেছি, কে তৈরি করেছে সেটা বড় নয়। ভগবানকে তর্কের উপরে রাখা উচিত।”

দলের ভিতর থেকেই তাঁর বিরুদ্ধে যে আঙুল উঠেছে, তার জবাব দিয়ে দিলীপ ঘোষ বলেন, “আজকে আমাদের দলে এমন লোক আছে যাদের বিরুদ্ধে লড়াই করে দলকে দাঁড় করিয়েছিলাম। দালালরা যবে থেকে দলে এসেছে দল একটার পর একটা নির্বাচনে হারছে। যারা আমার দিকে আঙ্গুল তুলছে, তারা বাংলায় বিজেপির বিধায়ক,সাংসদ, পঞ্চায়েত প্রতিনিধি কমছে, তার জবাব দিক।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ নিয়ে বলেন, “কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। সেই বাজপেয়ীই শান্তির বার্তা নিয়ে ঘোষিত শত্রু পাকিস্তানে গিয়েছিলেন।  মোদীজি নওয়াজ শরিফের বাড়িতে গিয়েছিলেন। উনি আবার সার্জিকাল স্ট্রাইক করেছেন, এয়ার স্ট্রাইকও করেছেন। আমরা সেই সংস্কৃতিতে বিশ্বাসী। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে মিটিং করিনি। অনেকেই গোপনে ফোন করেন।

কিছুটা আক্ষেপের সুরেই এ দিন প্রাক্তন সাংসদ বলেন, “২০২১ এর পর থেকে দলের গ্রাফ নামছে।  আমরা জিততে ভুলে গিয়েছি। আমার লড়াই জারি আছে। আপনারা ঠিক করুন কার হয়ে লড়াই করবেন।”

 

শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-