Haldia Gate: ভেঙে ফেলা হচ্ছে হলদিয়া গেট, কেন?
জানা গিয়েছে, ১১৬ নম্বর জাতীয় সড়কের ব্রজলালচক থেকে কাপাসএড়্যা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে ওই সময়। এর পরিবর্তে মহিষাদল হয়ে চৈতন্যপুরের উপর দিয়ে সমস্ত যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে। ওই সময় মূলত পুরনো হলদিয়া গেট সরানোর কাজ চলবে রাস্তার উপর।

হলদিয়া: হলদিয়ায় ইতিমধ্যে নতুন গেট তৈরির উদ্যোগ নিয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদ। সেই জন্য পুরনো গেট সরিয়ে ফেলার কাজ শুরু করতে চলেছে পর্ষদ। বুধবার রাত থেকে চলবে গেট সরানোর কাজ। তাই গতকাল রাত ৮টা থেকে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে জাতীয় সড়কে যান চলাচল।
জানা গিয়েছে, ১১৬ নম্বর জাতীয় সড়কের ব্রজলালচক থেকে কাপাসএড়্যা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে ওই সময়। এর পরিবর্তে মহিষাদল হয়ে চৈতন্যপুরের উপর দিয়ে সমস্ত যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে। ওই সময় মূলত পুরনো হলদিয়া গেট সরানোর কাজ চলবে রাস্তার উপর। ইতিমধ্যে হলদিয়া উন্নয়ন পরিষদের তরফ থেকে পুরনো গেটটিকে সরিয়ে ফেলে নতুন ডিজাইনের হলদিয়া গেট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সেইমতো টেন্ডারও হয়ে গিয়েছে। তাই অবিলম্বে যাতে নতুন গেট তৈরির কাজ শুরু করা যায় সেজন্য সরিয়ে ফেলা হচ্ছে পুরনো এই গেট।
উল্লেখ্য, ২০১৩ সালে পুরনো এই গেট তৈরি করা হয়। তবে বর্তমানে তার পরিকাঠামো দুর্বল হয়ে পড়েছে। তাই পুরনো গেট সরিয়ে ফেলতে চাইছে পর্ষদ। ইতিমধ্যে হলদিয়া উন্নয়ন পর্ষদের তরফ থেকে রাতে এই জাতীয় সড়ক বন্ধের বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর বলেন, “শিল্পশহর হলদিয়ায় প্রবেশের মুখে হলদিয়া গেটটি বর্তমানে দুর্বল হয়ে পড়েছে। তাই ওটিকে সরিয়ে ফেলার জন্য রাতে জাতীয় সড়ক বন্ধ রাখা হবে। ওই একই জায়গায় নতুন গেট তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে।”
