Nandigram Chaos: মুখ্যমন্ত্রী আসার আগের রাতে উত্তপ্ত নন্দীগ্রাম, মৃতদেহ নিয়ে বিক্ষোভ
Nandigram Chaos: জানা যাচ্ছে, নন্দীগ্রামে নিহত তৃণমূল কর্মীর মৃতদেহ নিয়ে নন্দীগ্রাম থানার সামনেই বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। পরে মৃতদেহ গাড়ি থেকে তুলে নিয়ে নন্দীগ্রাম থানার গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা।
নন্দীগ্রাম: খুন তৃণমূল কর্মী। সেই নিয়ে পারদ চড়ছে নন্দীগ্রামে। তাৎপর্যপূর্ণ বিষয়, মঙ্গলবার জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগের রাতে তুমুল উত্তেজনা সেখানে। তৃণমূল কর্মীর মৃতদেহ নিয়ে থানার গেট ভেঙে ঢোকার চেষ্টা সমর্থক ও নেতৃত্বের। ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে নন্দীগ্রাম থানায়।
জানা যাচ্ছে, নন্দীগ্রামে নিহত তৃণমূল কর্মীর মৃতদেহ নিয়ে নন্দীগ্রাম থানার সামনেই বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। পরে মৃতদেহ গাড়ি থেকে তুলে নিয়ে নন্দীগ্রাম থানার গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা। তৃণমূল কর্মী সমর্থকদের দাবি বিজেপি নেতা মেঘনাথ পালকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। শুধু তাই নয়, এই ঘটনায় জড়িতদের অবিলম্বে পাকড়াও করতে হবে। তাঁদের অভিযোগ, পুলিশ কিছুই করছে না। এরপরই উত্তেজনার পারদ চড়াচ্ছেন তাঁরা।
প্রসঙ্গত, নন্দীগ্রামে সমবায় নির্বাচনে জয়ের পরেই তৃণমূল কংগ্রেস কর্মী শ্রীকান্ত মণ্ডলকে বাড়িতে ঢুকে খুনের অভিযোগ ওঠে। তাঁর পেটে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযোগের তির বিজেপির দিকে। এই ঘটনার পরই ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রকৃত দোষীর গ্রেফতারির দাবিতে প্রতিবাদ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা।