Purbo Medinipur: কবর থেকে বার করে মহিলার কঙ্কালের সঙ্গেই কিনা…এ ঘটনায় বাংলায় আগে কখনও ঘটেনি
Purbo Medinipur: ১৩ মাস আগে কবরস্থ করা এক মহিলার দেহ। হঠাৎ সোমবার দেখা যায়, এক ব্যক্তি কবর খুঁড়ে সেই কঙ্কাল বার করছেন। গ্রামবাসীদের হাতেনাতে ধরা পড়েন তিনি। অভিযুক্ত ব্যাক্তির প্রভাকর সিট।

পূর্ব মেদিনীপুর: কবর থেকে কঙ্কাল চুরি করতে গিয়ে ধরে পড়ে এক ব্যক্তি। আর তা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে রীতিমতো পুলিশের খণ্ডযুদ্ধ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা কাঁথির শ্রীরামপুরে মসজিদ মোড় এলাকায়। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। ঘটনায় বেশ কয়েকজন আহত হন বলে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৩ মাস আগে কবরস্থ করা এক মহিলার দেহ। হঠাৎ সোমবার দেখা যায়, এক ব্যক্তি কবর খুঁড়ে সেই কঙ্কাল বার করছেন। গ্রামবাসীদের হাতেনাতে ধরা পড়েন তিনি। অভিযুক্ত ব্যাক্তির প্রভাকর সিট। তাঁর বাড়ি এগরা থানার ভবানিচক গ্রামে। সকাল ১১টা নাগাদ কাঁথির শ্রীরামপুর থেকে ফোন যায় কাঁথি থানায়। ততক্ষণে অবশ্য ওই ব্যক্তি গণপ্রহারের শিকার।
খবর পেয়ে এলাকায় যায় কাঁথির থানার বিশাল বাহিনী। পুলিশ দেখেই হঠাৎ করে ক্ষেপে ওঠেন গ্রামবাসীরা। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ ঘণ্টারও বেশি সময় লেগে যায়। গণপিটুনিতে মারাত্মক আহত হন ওই ব্যক্তি। কোনওক্রমে পুলিশ তাঁকে উদ্ধার করে এলাকা থেকে বেরয়।
সমগ্ৰ ঘটনার তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ। ওই ব্যক্তির মানসিক কোনও সমস্যা রয়েছে নাকি এর পিছনে বড় কোনও চক্র রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।





