MLA Crying: আচমকা হাউ হাউ করে কেঁদে উঠলেন, চোখের জলে নাকের জলে একসা, হটাৎ কী হল বিধায়কের

Kanishka Maity | Edited By: জয়দীপ দাস

Nov 02, 2023 | 6:57 PM

MLA Crying: বদলি হয়ে অন্যত্র চলে যাচ্ছেন নন্দকুমারের বিডিও শানু বক্সি। বুধবার আয়োজন করা হয়েছিল তাঁর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে হাজির ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। অনুষ্ঠান চলাকালীন আচমকা কেঁদে ফেলতে দেখা যায় তাঁকে।

MLA Crying: আচমকা হাউ হাউ করে কেঁদে উঠলেন, চোখের জলে নাকের জলে একসা, হটাৎ কী হল বিধায়কের
কেন কাঁদছেন বিধায়ক
Image Credit source: TV-9 Bangla

Follow Us

নন্দকুমার: অন্যত্র চলে যেতে হবে বিডিওকে। এসেছে বদলির নির্দেশ। একদিন আগেই ছিল কাজের শেষ দিন। আয়োজন করা হয়েছিল বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের। সেখানে আচমকা কেঁদে ফেলতে দেখা যায় বিধায়ককে। প্রকাশ্যে এসেছে ভিডিয়ো। তা নিয়েই এখন জোর চর্চা নন্দকুমারে। খোঁচা দিতে শুরু করেছে বিরোধীরা। বদলি হয়ে অন্যত্র চলে যাচ্ছেন নন্দকুমারের বিডিও শানু বক্সি। বুধবার আয়োজন করা হয়েছিল তাঁর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে হাজির ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। অনুষ্ঠান চলাকালীন আচমকা কেঁদে ফেলতে দেখা যায় তাঁকে।

যদিও এর ব্যখ্যা দিয়ে সুকুমারবাবু বলেন, ওনার আন্তরিকাতা, ভালবাসা সকলের মনেই দাগ কেটেছে। তাই আবেগ তিনি আর ধরে রাখতে পারেননি। কেঁদে ফেলেছেন। অন্যদিকে বিডিও বলছেন, এখানে কাজ করার সময় কখনও অফিসে কাজ করছি বলে মনে করিনি। সবসময় বাড়ি বলে মনে করেছি। পরিবারে সঙ্গে যে ভাবে থাকি, সেভাবেই অফিসে থাকতাম।

যদিও ঘটনায় শোরগোল শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলেও। সিপিএমের জেলা কমিটির সদস্য পরিতোষ পট্টনায়ক খানিক খোঁচা দিয়ে বলছেন, ওরা তো দু’জনে মিলে দুর্নীতি করেছেন। এখন বিডিও চলে যাচ্ছেন। সঙ্গী চলে যাওয়ায় দুঃখেই কেঁদে ফেলেছেন বিধায়ক। 

Next Article