পূর্ব মেদিনীপুর: বারো মাসই পর্যটকদের ভিড় দিঘায়। তবে নভেম্বরের শেষ থেকেই থিক থিক করে পর্যটকদের ভিড়। হোটেলগুলি ঠাঁই নাই। সেই দিঘাকে আরও আকর্ষনীয় করে তুলতে এবার নারায়ণ দেবনাথের অমর সৃষ্টিতে সেজে উঠছে অমরাবতী পার্ক। দিঘাকে নতুন রূপে পর্যটকদের সামনে তুলে ধরতে উদ্যোগ নিয়েছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। রাস্তাঘাট, জল, আলোর দিকে যেমন নজর দেওয়া হচ্ছে। তেমনই পর্যটকদের নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। তারই অংশ হিসাবে অমরাবতী পার্ককে ঢেলে সাজানো হচ্ছে।
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফ্রেব্রুয়ারি- এই চার মাস পর্যটকদের ভরা মরসুম। তার আগেই পর্ষদ প্রমোদতরী পরিষেবা শুরু করেছে। এবার সাজছে অমরাবতী পার্কও। বাঁটুল, হাঁদা ভোঁদায় সাজছে পার্ক। বন্যপ্রাণীর স্ট্যাচুও বসানো হচ্ছে। দেখে মনে হবে যেন একেবারে জীবন্ত। এছাড়া থাকবে রেস্তোরাঁ, আইসক্রিম পার্লার, নামি সংস্থার স্টল।
দিঘা উন্নয়ন পর্ষদের প্রশাসক মানসকুমার মণ্ডল বলেন, “পর্যটকদের কথা মাথায় রেখে দিঘার আকর্ষণ আরও বাড়ানো হচ্ছে। আমাদের সৈকত নগরীর মূল আকর্ষণ অমরাবতী পার্ক। এবার এই পার্কে নারায়ণ দেবনাথের অমর কীর্তির প্রতিফলন দেখা যাবে। বাঁটুল দ্য গ্রেট, হাঁদা ভোঁদা, বাহাদুর বেড়ালে সাজবে আমাদের এই পার্ক।”