Suvendu on Supraksh: শুভেন্দুর উদ্দেশ্যে কটু কথা, সুপ্রকাশের কাছে গেল আইনি নোটিস

Kanishka Maity | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 15, 2025 | 3:08 PM

Suvendu on Supraksh: এই বক্তব্যের মর্মে শুভেন্দুর অধিকারীর ভাই তমলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী আইনজীবীকে দিয়ে সুপ্রকাশ গিরিকে ইমেইল মারফত একটি আইনি নোটিস পাঠিয়েছেন। ৭২ ঘণ্টার মধ্যে চিঠির জবাব না দিলে আইনি ব্যবস্থা নেবেন বলে এমনটা জানিয়েছেন। দিব্যেন্দু অধিকারীর কাঁথি আদালতের আইনজীবী অনির্বাণ চক্রবর্তী।

Suvendu on Supraksh: শুভেন্দুর উদ্দেশ্যে কটু কথা, সুপ্রকাশের কাছে গেল আইনি নোটিস
সুপ্রকাশ গিরি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কাঁথি: কাঁথি সমবায় ব্য়ঙ্ক নিয়ে যত বিতর্ক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে কুৎসা করার অভিযোগে এবার আইনি নোটিস পাঠানো হল কাঁথি পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের জেলা যুব নেতা সুপ্রকাশ গিরিকে। ইমেল মারফত এই নোটিস পাঠানো হয়েছে তাঁকে।

কী নিয়ে বিতর্ক?

বস্তুত, সোমবার কন্টাই সমবায় ডিরেক্টর নির্বাচনের মনোনয়নপত্র তোলার সময় সাংবাদিকদের মুখোমুখি হন। সেই সময় সুপ্রকাশ গিরি বলেন,”এই ব্যাঙ্কে শুভেন্দু অধিকারীর চামচা এসেছিল। যাঁরা শুভেন্দু অধিকারীর একাধিক বেআইনি অ্যাকাউন্ট করে দিয়েছিল। শুভেন্দুরীর সঙ্গে যা যাঁরা বলেছিলেন তার মধ্যে অনেক ব্যবসায়ী রয়েছে। যাঁরা ডুবলিকেট অ্যাকাউন্ট খুলেছিল। সব তদন্ত হবে।”

এই বক্তব্যের মর্মে শুভেন্দুর অধিকারীর ভাই তমলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী আইনজীবীকে দিয়ে সুপ্রকাশ গিরিকে ইমেইল মারফত একটি আইনি নোটিস পাঠিয়েছেন। ৭২ ঘণ্টার মধ্যে চিঠির জবাব না দিলে আইনি ব্যবস্থা নেবেন বলে এমনটা জানিয়েছেন। দিব্যেন্দু অধিকারীর কাঁথি আদালতের আইনজীবী অনির্বাণ চক্রবর্তী।